পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উপনির্বাচনে জয়ের পর ভোটারদের ধন্যবাদ জানাতে তিন কেন্দ্রে যাবেন মমতা

বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস ৷ এই তিন কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানাতে সেখানে যাবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

image
মুখ্যমন্ত্রী

By

Published : Dec 2, 2019, 3:23 PM IST

Updated : Dec 2, 2019, 4:48 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস ৷ এই তিন কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানাতে সেখানে যাবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 9 ডিসেম্বর খড়গপুর থেকে এই কর্মসূচি শুরু করবেন নেত্রী । এরপর যাবেন করিমপুর ও কালিয়াগঞ্জে । এছাড়া 11 ও 12 ডিসেম্বর দিঘায় শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি ৷

বিধানসভা উপনির্বাচনে তিনটি আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেস । লোকসভা নির্বাচনে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জিতেছিলেন পশ্চিম মেদিনীপুর আসন থেকে । তার আগে তিনি খড়গপুর সদর আসনের বিধায়ক ছিলেন । দিলীপবাবু সাংসদ হওয়ায় তাঁর আসনে উপনির্বাচন হয় । এই আসন থেকে এবার প্রথম জেতে তৃণমূল কংগ্রেস ৷ কালিয়াগঞ্জ আসনে লোকসভা ভোটে লিড পেয়েছিল BJP । কিন্তু উপনির্বাচনে সেখানে তারা তৃণমূলের কাছে হেরেছে । করিমপুরে প্রত্যাশিত মতোই ভালো ফল করে রাজ্যের শাসকদল ।

খড়গপুর সদরের নবনির্বাচিত বিধায়ককে ভালো কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর

আজ বিধানসভায় নেত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন খড়গপুর সদর থেকে জয়ী প্রদীপ সরকার । তাঁকে ভালো করে কাজের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভা উপনির্বাচনে তিনটি আসনেই দল জেতায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোটারদের ধন্যবাদ দিতে তিনি খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুরের যাবেন ।

Last Updated : Dec 2, 2019, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details