কলকাতা, 5 জুন:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানো নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই এই বিষয়টি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি । এ দিন নবান্নের নিচে টোল প্লাজায় বালাসোর রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় । আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অমানবিক বিষয় চলছে । ও একটি পাঞ্জাবী মেয়ে । ওর মা অসুস্থ। ইডিকে জানিয়েই যাচ্ছিল ও । তখনই ওরা বলতে পারতো যাওয়া যাবে না । কিন্তু তা না করে বিমানবন্দরে তাঁকে হাজিরার নোটিশ ধরানো হল ।’’
প্রসঙ্গত, সোমবার সকাল 7টা নাগাদ দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় বাধা পান অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । ইমিগ্রেশনের তরফে তাঁকে আটকে দেওয়া হয় । তার পর বিমানবন্দরেই তাঁকে হাজিরার নোটিশ ধরায় ইডি ৷ আগামী বৃহস্পতিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির তরফে ৷ সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এর মাঝে এই ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।