পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee on Manipur: মণিপুরে আটকে থাকা বাঙালিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর - রাজ্যের সরকারের তরফেও হেল্পলাইন নম্বর

ইতিমধ্যেই মণিপুরের ঘটনায় বিভিন্ন রাজ্যের সরকার সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দারা যারা হিংসার ঘটনায় মণিপুরে আটকে পড়েছেন, তাদের উদ্ধারে একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ এবার এ রাজ্যের সরকারের তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হল ৷

Etv Bharat
মণিপুরে নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর

By

Published : May 6, 2023, 4:37 PM IST

কলকাতা, 6 মে:তফসিলি জাতির মর্যাদা আদায়ে রাস্তায় নেমেছিল মণিপুরের মেটেই জনজাতির মানুষেরা ৷ আর তাদের বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠতেই লাগাতার কয়েক সপ্তাহ ধরে অশান্তির আগুনে জ্বলছে মণিপুর ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে সেনা বাহিনী ৷ দেখামাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছে রাজ ভবনের তরফে ৷ বন্ধ ট্রেন চলাচল ৷ মণিপুরের ঘটনায় আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শনিবার টুইট করে ফের একবার উদ্বেগের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের যাঁরা সে রাজ্যে আটকে পড়েছেন তাঁদের উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷

ইতিমধ্যেই মণিপুরের ঘটনায় বিভিন্ন রাজ্যের সরকার সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের, যারা হিংসার ঘটনায় মণিপুরে আটকে পড়েছেন, তাদের উদ্ধারে একাধিক পদক্ষেপ নিয়েছে ৷ এবার এ রাজ্যের সরকারের তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হল ৷ এদিন খোদ মুখ্যমন্ত্রী টুইট করে তা ঘোষণা করেছেন ৷ যাঁরা অশান্ত মণিপুর থেকে বাংলায় ফিরে আসতে চাইছেন, তাঁরা ওই নম্বরে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় করে রাজ্যের মানুষকে উদ্ধার করতে মুখ্যসচিবকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "মণিপুর থেকে আমরা যে ধরনের বার্তা এবং আপৎকালীন খবর পাচ্ছি তাতে গভীরভাবে উদ্বিগ্ন। আমি মণিপুরের মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মণিপুরে আগত অন্যান্যরা যারা এখন সেখানে আটকে পড়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ৷ বাংলার সরকার জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় করে সেখানে আটকে পড়া মানুষদের সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যসচিবকে গোটা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে, দুর্দশাগ্রস্থ মানুষকে সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সবসময় জনগণের পাশে আছি। সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।" এরপরই সাহায্যের জন্য একাধিক হেল্পলাইন নম্বর দিয়ে প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, শুক্রবারও সে রাজ্যে বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নতাবাদীরা হিংসা ছড়িয়েছে বলে খবর ৷ পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের দু'টি গাড়ি ৷ যদিও দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে সেনা ৷ রাজ্যের একাধিক স্পর্শকাতর এলাকায় লাগাতার রুট মার্চও করছে সেনা ৷ অন্যদিকে, সেনার তরফে জানানো হয়েছে পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে ৷

আরও পড়ুন: রাজৌরিতে এনকাউন্টারে মৃত দার্জিলিঙের সিদ্ধান্ত ছেত্রী, শোকবার্তা মমতার

ABOUT THE AUTHOR

...view details