পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় কর্মীদের CAA, NRC বিরোধী নতুন স্লোগান শেখালেন মমতা - Mamata Banerjee

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে দিতে দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ CAA ও NRC বিরোধী নতুন স্লোগান বেঁধে কর্মীদের তা শেখালেনও ৷ তাঁর মতো করে সর্বত্র আন্দোলন চালাতে পরামর্শ দেন ৷

নতুন স্লোগান মমতার
নতুন স্লোগান মমতার

By

Published : Dec 17, 2019, 9:38 PM IST

Updated : Dec 17, 2019, 11:18 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আজ যাদবপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি ৷ যদুবাবুর বাজারে সেই মিছিল শেষ করে সভা করেন তৃণমূল সুপ্রিমো ৷ সেখানেই CAA ও NRC বিরোধী নতুন স্লোগান বেঁধে কর্মীদের তা শেখালেনও ৷ তাঁর মতো করে সর্বত্র আন্দোলন চালাতে পরামর্শ দেন ৷

আজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দিনের প্রতিবাদ মিছিল ৷ মিছিলে দলনেত্রীর সঙ্গে পা মেলান দলের দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহান ৷ তাল মিলিয়ে হাঁটতে দেখা যায় অভিনেতা সোহম সহ কয়েক হাজার কর্মী-সমর্থককে ৷ গতকালের মতো আজও শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পথে আন্দোলনের নির্দেশ ছিল তাঁর ৷

দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে গোটা পথ হাঁটেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তবে, এই আন্দোলনে যেন কোনও ভাবেই বিশৃঙ্খলা তৈরি না হয়, বা অশান্তি তৈরি না হয়, তাই দলীয় কর্মীদের নতুন স্লোগান শেখান মমতা ৷ যদুবাবুর বাজারে সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমি একটা ব্যাজ পড়েছি ৷ আপনারও ব্যাজ পড়ে পাড়ায় পাড়ায় প্রতিবাদ করুন ৷ আমি আপনাদের স্লোগান শিখিয়ে দিচ্ছি ৷" এরপরই শুরু তাঁর স্লোগান শেখানোর পালা ৷ আর শুধু শেখানো নয়, কিছুক্ষণ ধরে তা প্রশিক্ষণ করান তিনি ৷

কর্মীদের স্লোগান শেখানোর সময় তিনি বলেন, "আমি বলব NRC, আপনারা বলবেন, ছি ছি ৷ আমি বলব, আমরা সবাই, আপনারা বলবেন, নাগরিক ৷" এভাবেই বলে বলে কর্মীদের স্লোগান শেখালেন তিনি ৷

Last Updated : Dec 17, 2019, 11:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details