কলকাতা, 27 জুলাই: বিচার ব্যবস্থার প্রতি এবার ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আগেই হাইকোর্ট এবং বিচারপতিদের একাংশের ভূমিকা নিয়ে বিজেপি’কে তীব্র আক্রমণ করেছিলেন ৷ সেই সুরই কার্যত বৃহস্পতিবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায় ৷ এদিন বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি বিচারপতিদের বিজেপি ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ বিজেপি গণতন্ত্রকে কণ্ঠরোধ করছে বলেও এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে অভিযোগ করেন মমতা ৷ তবে বিধানসভায় দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী যে রীতিতে সরাসরি বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তুললেন তা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
এদিন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির আনা মুলতুবি প্রস্তাবে আলোচনায় একাধিক প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায় ৷ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এদিন বিচার ব্যবস্থার প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে, তাঁর গলায় উঠে আসে মণিপুর প্রসঙ্গও ৷ আর তাতেই ক্ষুব্ধ বিজেপি বিধায়করা ওয়েলে নেমে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ যদিও তাতে মুখ্যমন্ত্রীকে অবশ্য থামানো যায়নি ৷ পালটা ঝাঁঝ চড়িয়ে এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিধানসভায় দাঁড়িয়ে বিচার ব্যবস্থা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এরা (বিজেপি) গণতন্ত্র মানে না ৷ বিচার ব্যবস্থাকে মানে না ৷ সবার কণ্ঠরোধ করা হচ্ছে ৷ বেশিরভাগ বিচারপতিরা ভয়ে কাঁপেন ৷ তাঁদের ভয় দেখানো হয় ৷" মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির পছন্দ মতো রায় না দিলে, বিচারপতিদের দিল্লিতে নিয়ে যাওয়া হবে না বলে ভয় দেখানো হয় ৷