পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দইঘাটে ছটপুজোয় গিয়ে অসুস্থ শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী - news on Mamata Banerjee in Chaath Pujo

ছটপুজোয় গিয়ে বক্তব্য রাখার মাঝেই অসুস্থ শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Nov 3, 2019, 2:06 AM IST

কলকাতা, 3 নভেম্বর : আজ দই ঘাটে ছটপুজোর ভিড়ে আহত হওয়া এক শিশুর শুশ্রূষা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছট উৎসবের মঞ্চে হাতে মাইক নিয়ে সবে কিছুটা বলা শুরু করেছেন, এমন সময় খবর পান ভিড়ের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে একটি শিশু । মঞ্চ ছেড়ে তাকে শুশ্রূষা করতে এগিয়ে যান তিনি । এর পর মুখ্যমন্ত্রী উপলব্ধি করেন তাঁকে কেন্দ্র করে গঙ্গার ঘাটের ভিড়ের অনেকটাই চলে এসেছে উৎসব মঞ্চের কাছাকাছি । সময়ের সঙ্গে বেড়ে চলেছে ভিড়ও । সেই মুহূর্তে বক্তব্য থামিয়ে সঞ্চালকের হাতে মাইক তুলে দিয়ে এলাকা ছাড়েন তিনি । ছটপুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার দায়িত্ব দিয়ে যান প্রশাসনকে । কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সবটা দেখে নেওয়ার জন্য নির্দেশ দেন ।

ছটপুজো জন্য গতকাল সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো । কলকাতার অন্যান্য ঘাটগুলি ঘুরে বিকেলে মুখ্যমন্ত্রী পৌঁছান দই ঘাটে । সেখানে তখন তিল ধারণের জায়গা নেই বললেই চলে । মুখ্যমন্ত্রী হাতে তাগা বেঁধে, ধূপ জ্বালিয়ে মঞ্চের এক কোনে ছট আরাধ্য মূর্তির সামনে কিছুক্ষণ উপাসনা করেন । তারপরই আগত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখতে শুরু করেন । খানিক্ষণ যেতে না যেতেই ঘটনাটি ঘটে । কিছুটা ভিড় ঠেলেই শিশুটির শুশ্রূষা করেন তিনি । পরে ফের মঞ্চে ফিরে বক্তব্য না শেষ করেই এলাকা ছাড়েন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছট মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা । এদিকে, এমন ভিড়ের মাঝেই মুখ্যমন্ত্রীর সান্নিধ্য পেয়ে খুশি শিশুটির পরিবার ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details