পশ্চিমবঙ্গ

west bengal

সংবাদমাধ্যমের নজর এড়িয়ে আকষ্মিক টিকাকরণ কেন্দ্রে মমতা

By

Published : Jul 19, 2021, 5:40 PM IST

নবান্নে যাওয়ার আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাটের কোভিড টিকাকেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী । ঘুরে দেখলেন টিকাকেন্দ্র । কীভাবে গোটা প্রক্রিয়া চলছে তাও জেনে নেন তিনি । কথা বলেন টিকাকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে । কোভিড টিকা নেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল সেই কেন্দ্রে । লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 19 জুলাই : অতীতে দেখা গিয়েছে বিভিন্ন সময় সরকারি হাসপাতাল পরিদর্শনে আচমকাই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার সরাসরি হাজির হলেন করোনা টিকাকরণ কেন্দ্রে । সংবাদমাধ্যমের অলক্ষ্যে সোমবার হঠাৎই তিনি হাজির হন ভবানীপুরের একটি টিকাকেন্দ্রে । সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি । সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে টিকাকরণ নিয়ে প্রশ্ন উঠেছিল ।

বহু জায়গায় অভিযোগ উঠেছিল, রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত টিকা । এই অবস্থায় সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয় । স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দেওয়া হয় টিকাকরণের ক্ষেত্রে যেন কোনও রাজনৈতিক রং না দেখা হয় । সেসব নির্দেশাবলীর পরে এদিন সরেজমিনে টিকাকরণ কিভাবে চলছে, তা খতিয়ে দেখতে টিকাদান কেন্দ্রে হাজির হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।

সোমবার সকালে নবান্নে যাওয়ার আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাটের কোভিড টিকাকেন্দ্রে হাজির হন মুখ্যমন্ত্রী । ঘুরে দেখলেন টিকাকেন্দ্র । কীভাবে গোটা প্রক্রিয়া চলছে তাও জেনে নেন তিনি । কথা বলেন টিকাকেন্দ্রের আধিকারিকদের সঙ্গে । কোভিড টিকা নেওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল সেই কেন্দ্রে । লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী । তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানতে কথাও বলেন মুখ্যমন্ত্রী । দলীয় সূত্রে খবর, এবার থেকে কোভিড টিকাকেন্দ্রে মাঝেমধ্যেই হাজির হবেন তিনি ।

জাল ভ্যাকসিন কাণ্ড নিয়ে যখন রাস্তায় নেমে বিরোধী দল বিজেপি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে চাইছে, ঠিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর টিকাদান কেন্দ্রগুলিতে আকস্মিক পরিদর্শনে যাওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । তাদের মতে, মুখ্যমন্ত্রীর এহেন পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে সরকারি ব্যবস্থা সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বাড়াবে। যা আন্দোলনমুখী বিজেপির পায়ের তলার মাটি কেটে নেবে ।
উল্লেখ্য, করণা আবহে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে দেখা গিয়েছে । কখনও হাসপাতাল কখনও বাজার আবার কখনও সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । বারে বারে সারপ্রাইজ ভিজিট করে তিনি বুঝিয়ে দিয়েছেন এই অতিমারী পরিস্থিতিতে তিনি মানুষের পাশেই আছেন ৷ এবার সরাসরি টিকাকেন্দ্রে হাজির হয়ে পুরোনো সেই পরম্পরাই জারি রাখলেন মমতা ।

ABOUT THE AUTHOR

...view details