পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Stands With Wrestlers: 'দেশের সম্মান আজ ভূলুন্ঠিত', কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়ে বললেন ক্ষুব্ধ মমতা - mamata banerjee stands with protesting wrestlers

কুস্তিগীরদের আন্দোলনে পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বুধবার পথে নামছে তৃণমূল ৷ আন্দোলনকারীদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : May 30, 2023, 6:45 PM IST

Updated : May 30, 2023, 9:30 PM IST

অরূপ বিশ্বাসের বক্তব্য

কলকাতা, 30 মে:আন্দোলনরত কুস্তিগীরদের পাশেই তিনি আছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে আন্দোলনকারীদের ৷ কলকাতাতেও আন্দোলনকারীদের সমর্থনে পথে নামবে দল ৷ বুধবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ক্রীড়াবিদদের নিয়ে একটি মিছিল করা হবে । এই মিছিলের মূল উদ্দেশ্য ক্রীড়াবিদ তথা কুস্তিগীরদের সমর্থন জানানো ।

এদিন সাংবাদিক সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "দেশের জন্য যাঁরা সম্মান এনে দিয়েছেন সেই কুস্তিগীরদের এত মারা হল, এমন ভাবে মারা হল যে দেশের সম্মান আজকে ভূলুণ্ঠিত হয়ে গিয়েছে । আজ দুপুরে আমি ওদের সঙ্গে কথা বলেছি । আমি ওদের বলেছি আপনাদের সঙ্গে আমি আছি । আপনাদের সম্পূর্ণভাবে আমি সমর্থন করব । আপনারা যে মেডেল জিতেছেন তার দেশের জন্য গর্বের । আপনারা আন্দোলন করুন । আমরা সম্পূর্ণভাবে আপনাদের সমর্থন করব ।"

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ বুধবার কুস্তিগীরদের সমর্থনে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস । খেলোয়াড়দের নিয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মিছিল করবেন । হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে । আন্দোলনরত কুস্তিগীররা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁরা যে মেডেল পেয়েছেন তা হরিদ্বারের গঙ্গায় ভাসিয়ে দেবেন ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটা আন্দোলনকারীদের সিদ্ধান্ত ৷ তাঁর এই বিষয়ে কিছু বলার নেই ৷

আরও পড়ুন: রাজ্যে 1 লক্ষ 25 হাজার কর্মী নিয়োগের ঘোষণা, চাকরি বাতিল নিয়ে সরব মমতা

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ওদের সঙ্গে এত অত্যাচার করা হচ্ছে । সুপ্রিমকোর্ট নির্দেশ দেওয়ার পরও তা মানা হচ্ছে না। যেখানে মহিলাদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠছে সেখানে কেন গ্রেফতার করা হচ্ছে না ৷ কেন এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোনও কিছু করলেই তো আমাদের 1000 জনকে গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয় । তাহলে এই বেলায় কেন কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এই ঘটনায় দেশের শীর্ষ আদালত বলেছে এফআইআর করে ব্যবস্থা নিতে কেন আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হল না। এভাবে কখনও দেশ চলতে পারে ?"

টুইট করে সাক্ষী-ভিনেশদের পাশে থাকার বার্তা দিয়েছেন ডেরেক ও'ব্রায়েন ৷ সোশাল মাধ্যমে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে তাঁরা কুস্তিগীরদের পাশেই রয়েছেন ৷ তাই যন্তর মন্তরের পরিবর্তে আগামীতে কুস্তিগীরদের নয়া ধরনাস্থলেও তাঁরা পৌঁছে যাবেন বলে জানিয়েছেন ডেরেক ৷

Last Updated : May 30, 2023, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details