কলকাতা, 30 মে:আন্দোলনরত কুস্তিগীরদের পাশেই তিনি আছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তিনি নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা হয়েছে আন্দোলনকারীদের ৷ কলকাতাতেও আন্দোলনকারীদের সমর্থনে পথে নামবে দল ৷ বুধবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে ক্রীড়াবিদদের নিয়ে একটি মিছিল করা হবে । এই মিছিলের মূল উদ্দেশ্য ক্রীড়াবিদ তথা কুস্তিগীরদের সমর্থন জানানো ।
এদিন সাংবাদিক সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "দেশের জন্য যাঁরা সম্মান এনে দিয়েছেন সেই কুস্তিগীরদের এত মারা হল, এমন ভাবে মারা হল যে দেশের সম্মান আজকে ভূলুণ্ঠিত হয়ে গিয়েছে । আজ দুপুরে আমি ওদের সঙ্গে কথা বলেছি । আমি ওদের বলেছি আপনাদের সঙ্গে আমি আছি । আপনাদের সম্পূর্ণভাবে আমি সমর্থন করব । আপনারা যে মেডেল জিতেছেন তার দেশের জন্য গর্বের । আপনারা আন্দোলন করুন । আমরা সম্পূর্ণভাবে আপনাদের সমর্থন করব ।"
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ বুধবার কুস্তিগীরদের সমর্থনে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস । খেলোয়াড়দের নিয়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মিছিল করবেন । হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই মিছিল হবে । আন্দোলনরত কুস্তিগীররা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁরা যে মেডেল পেয়েছেন তা হরিদ্বারের গঙ্গায় ভাসিয়ে দেবেন ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটা আন্দোলনকারীদের সিদ্ধান্ত ৷ তাঁর এই বিষয়ে কিছু বলার নেই ৷