পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Israel: দিল্লি-কলকাতায় কন্ট্রোলরুম, যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফেরা বঙ্গসন্তানদের পাশে মমতা - Mamata Banerjee on Israel

Mamata Banerjee on Israel: যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফেরা বঙ্গসন্তানদের সাহায্যে পাশে দাঁড়াল রাজ্য সরকার ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স পোস্টে জানিয়েছেন, দুর্গতদের জন্য কলকাতা ও দিল্লিতে 24 ঘণ্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 2:34 PM IST

Updated : Oct 13, 2023, 2:47 PM IST

কলকাতা, 13 অক্টোবর: যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে যে বঙ্গসন্তানরা দেশে ফিরছেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) জানান, আজ সকালে 53 জন বাংলার বংশোদ্ভূত মানুষ ইজরায়েল থেকে দিল্লিতে ফিরেছেন ৷ তাঁদের বিনামূল্যে বাংলায় ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার রেলের টিকিটের পাশাপাশি যাবতীয় ব্যবস্থা করেছে ৷ পাশাপাশি, দুর্গতদের সাহায্যের জন্য দিল্লি ও কলকাতায় 24 ঘণ্টার কন্ট্রোলরুম ও হেল্প ডেস্ক খোলা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজরায়েল নিয়ে লিখেছেন, "ভারতীয়/বাঙালিরা যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল ছেড়ে চলে আসছেন ৷ আমি আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে আমাদের বিপর্যস্ত প্রত্যাবর্তনকারীদের জন্য বিনামূল্যে সমস্ত সম্ভাব্য সরকারি সহায়তা প্রসারিত করতে বলেছি । 53 জন বাংলার বংশোদ্ভূত প্রত্যাবর্তনকারী ইতিমধ্যেই আজ সকালে দিল্লি পৌঁছেছেন এবং রাজ্য সরকার আমাদের খরচে তাঁদের বাংলায় ফেরত আসার জন্য রেলের টিকিটের ব্যবস্থা করছে । দিল্লিতে বঙ্গভবনে বিনামূল্যে ট্রানজিট অ্যাকোমোডেশন (থাকার ব্যবস্থা) এবং বিনামূল্যে স্থানীয় পরিবহণের ব্যবস্থা করছি আমরা ।"

আরও পড়ুন:'সপরিবার বাড়ির বাংকারে আছি', শানু-সোনুর ইজরায়েলি সহ-গায়িকা শোনালেন ভয়ংকর অভিজ্ঞতা

এ ছাড়াও ইজরায়েল থেকে যে বঙ্গসন্তানরা প্রাণ হাতে করে ফিরছেন, তাঁদের যাতে নিজের ঘরে ফেরার জন্য আর সমস্যায় পড়তে না-হয়, সে জন্য রাজ্য সরকার 24 ঘণ্টার কন্ট্রোলরুম খুলেছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, কলকাতা ও দিল্লিতে কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷

মমতা লিখেছেন, "দিল্লি এবং কলকাতায় 24×7 কন্ট্রোল রুম খোলা হয়েছে, দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে । আমরা আপনাদের সেবার জন্য আছি এবং আমাদের কন্ট্রোল রুমগুলিতে সমস্ত সাহায্যের জন্য নিম্নলিখিত নম্বরগুলিতে কল করুন: - দিল্লিতে বঙ্গ ভবনে রেসিডেন্ট কমিশনারের অফিসে কন্ট্রোল রুম - 011-2371-0362 / 011-2372-1991, নবান্নে কন্ট্রোল রুম - 033- 2214-3526 ৷"

উল্লেখ্য, গত শনিবার হামাস জঙ্গিগোষ্ঠী অতর্কিতে ইজরায়েলের উপর নজিরবিহীন আক্রমণ শুরু করার পর পালটা যুদ্ধ ঘোষণা করেছে তেল আভিভ ৷ দু পক্ষের যুদ্ধে মৃত্যুমিছিল দেখা দিয়েছে ইজরায়েল ও প্যালেস্তাইনে ৷ প্রাণ হাতে করে দেশে ফিরে আসতে মরিয়া প্রবাসী ভারতীয়রা ৷

Last Updated : Oct 13, 2023, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details