কলকাতা, 13 অক্টোবর: যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে যে বঙ্গসন্তানরা দেশে ফিরছেন, তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি শুক্রবার তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) জানান, আজ সকালে 53 জন বাংলার বংশোদ্ভূত মানুষ ইজরায়েল থেকে দিল্লিতে ফিরেছেন ৷ তাঁদের বিনামূল্যে বাংলায় ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার রেলের টিকিটের পাশাপাশি যাবতীয় ব্যবস্থা করেছে ৷ পাশাপাশি, দুর্গতদের সাহায্যের জন্য দিল্লি ও কলকাতায় 24 ঘণ্টার কন্ট্রোলরুম ও হেল্প ডেস্ক খোলা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
এ দিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজরায়েল নিয়ে লিখেছেন, "ভারতীয়/বাঙালিরা যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল ছেড়ে চলে আসছেন ৷ আমি আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে আমাদের বিপর্যস্ত প্রত্যাবর্তনকারীদের জন্য বিনামূল্যে সমস্ত সম্ভাব্য সরকারি সহায়তা প্রসারিত করতে বলেছি । 53 জন বাংলার বংশোদ্ভূত প্রত্যাবর্তনকারী ইতিমধ্যেই আজ সকালে দিল্লি পৌঁছেছেন এবং রাজ্য সরকার আমাদের খরচে তাঁদের বাংলায় ফেরত আসার জন্য রেলের টিকিটের ব্যবস্থা করছে । দিল্লিতে বঙ্গভবনে বিনামূল্যে ট্রানজিট অ্যাকোমোডেশন (থাকার ব্যবস্থা) এবং বিনামূল্যে স্থানীয় পরিবহণের ব্যবস্থা করছি আমরা ।"
আরও পড়ুন:'সপরিবার বাড়ির বাংকারে আছি', শানু-সোনুর ইজরায়েলি সহ-গায়িকা শোনালেন ভয়ংকর অভিজ্ঞতা