কলকাতা, 20 অগস্ট:বিশাখাপত্তনমে পড়তে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে টালিগঞ্জের নেতাজি নগরের এক ছাত্রীর । চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল পরীক্ষা 'নিট'-এর প্রস্তুতি নিতে সেখানে গিয়েছিল ওই ছাত্রী ৷ কিন্তু পরীক্ষার আগেই রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয় । রবিবার ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঘটনার তদন্তভার প্রয়োজনে সিআইডিকেও দিতে পারে রাজ্য ৷
এদিন নিহত ওই ছাত্রীর বাড়ি যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস । অরূপ বিশ্বাসের ফোন থেকেই মুখ্যমন্ত্রী ওই ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। কঠিন সময়ে ওই পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । যাদবপুরে ছাত্র-মৃত্যু নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল তারই মাঝে ভিনরাজ্যে পড়তে গিয়ে বাংলার এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ছাত্রীর পরিবারকে প্রয়োজনীয় তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হবে । একইসঙ্গে এই ঘটনার তদন্তভার দেওয়া হচ্ছে সিআইডিকে। যতদূর জানা গিয়েছে মুখ্যমন্ত্রী পরিবারকে আশ্বাস দিয়েছেন প্রয়োজন হলে সিআইডি বিশাখাপত্তনমে গিয়ে এই ঘটনার তদন্ত করবে ।