পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee on PM Modi: 'প্রধানমন্ত্রীর অ্যাস্ট্রোলজিক্যাল থট', মণিপুর ইস্যুতে মোদির জবাবি ভাষণকে কটাক্ষ মমতার - narendra modi

Mamata Banerjee criticises PM Modi: মণিপুর নিয়ে 10 তারিখ সংসদে মুখ খুলতে পারেন প্রধানমন্ত্রী ৷ এতদিন নীরব থাকার পর প্রধানমন্ত্রী ওইদিন মণিপুর নিয়ে কিছু বলতে পারেন ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
নরেন্দ্র মোদিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

By

Published : Aug 2, 2023, 9:57 PM IST

Updated : Aug 2, 2023, 11:04 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 2 অগস্ট:সাম্প্রতিক অতীতে বারংবার মণিপুর ইস্যুতে কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মণিপুরবাসীর উপর হওয়া অত্যাচারের সমালোচনা করে তাঁদের পাশে থাকার কথাও বলেছেন তিনি । মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে আরও একবার এই ইস্যুতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভায় মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে 10 অগস্ট লোকসভায় জবাব দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সেই প্রসঙ্গ উল্লেখ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"সংবাদ মাধ্যমে দেখলাম, 10 অগস্ট মুখ খুলতে পারেন প্রধানমন্ত্রী । এটা কি তাঁর অ্যাস্ট্রোলোজিক্যাল থট ।"

এছাড়াও হরিয়ানার নুহতে যে হিংসা ছড়িয়েছে সেই প্রসঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে মমতা বলেন, "সঠিক বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী । প্রত্যেক নাগরিককে আলাদা করে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় । এটা যদি হরিয়ানার ক্ষেত্রে সত্যি হয়, বাংলার ক্ষেত্রে তা সত্যি হবে না কেন? আমি বলছি না বাংলায় এ ধরনের ঘটনা ঘটুক । কিন্তু হিংসায় প্ররোচনা দেওয়াও কোনও সরকারের কাজ নয় ৷ বিজেপির প্ররোচনায় আজ দেশ জ্বলছে । দিল্লির আশেপাশে যাঁরা থাকেন তাঁরা বাড়িঘর ছেড়ে চলে আসছেন । সারা দেশজুড়ে একটা আতঙ্ক কাজ করছে ।"

আরও পড়ুন: রাজ্যে আরও দু'দিন বাড়ল সরকারি ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেশের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য, কিছু মানুষকে অল্প কিছুদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায়। কিন্তু একজন সবাইকে সারা জীবনের জন্য বোকা বানিয়ে রাখবেন এমনটা হতে পারে না । প্রধানমন্ত্রীর নীরবতা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, "নরেন্দ্র মোদি যখন বিদেশে যান তখন বলেন, উই আর ফর অল অর্থাৎ আমাদের সরকার সকলের জন্য । যখন আমাদের দেশে এই ধরনের একের পর এক ঘটনা ঘটছে তখন প্রধানমন্ত্রী নীরব। আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছি উনি দশ অগস্ট নাকি মুখ খুলবেন । আমার প্রশ্ন এটা কি মোদিজীর অ্যাস্ট্রোলজিক্যাল থট! এই দিনে বক্তব্য রাখতে হবে ! মনিপুর বা এই ধরনের ইস্যুগুলি খুব আর্জেন্ট ইস্যু। আমি কাউকে দোষারোপও করছি না। তারা যা বলতে চান বলতেই পারেন। সেটাই তো গণতন্ত্র। কিন্তু কিছু তো বলুন। আমাদের লোকেরা কিছু করলে সিবিআই-ইডি পাঠিয়ে দেন। কেন্দ্রীয় টিম আসে, কিন্তু আপনাদের বেলায় কেন সাত খুন মাফ ৷"

আরও পড়ুন: 'ধনকড় কখনও এমন করেননি', বোসের সমালোচনায় প্রাক্তন রাজ্যপালের তুলনা টানলেন মমতা

মুখ্যমন্ত্রী এদিন মণিপুরের প্রসঙ্গ টেনে জানান, একমাত্র মণিপুর নয়, গোটা উত্তরপূর্ব ভারতের কমবেশি একই অবস্থা। নর্থ-ইস্টের মানুষ আজ কাঁদছে । মণিপুর, মিজোরাম কোথাও জ্বলছে, কোথাও কাঁদছে । নাগাল্যান্ডেও একই ধরনের ঘটনা ঘটেছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "জাতি দাঙ্গাকে উস্কানি দিতে যাওয়ার ফল ভুগতে হচ্ছে বিজেপি শাসিত এই রাজ্যগুলিকে । এরা সমস্যা তৈরি করার পর সমাধানের পথ খুঁজে পাচ্ছে না । বিরোধী শাসিত রাজ্যগুলিতে যেমন অশান্তি বাঁধানোর চেষ্টা হচ্ছে, একইভাবে যেখানে তাদের সরকার আছে ক্ষমতায় টিকে থাকার জন্য সেখানেও এই ধরনের হিংসা বা অশান্তির রাজনীতি করা হচ্ছে । "

Last Updated : Aug 2, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details