পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্র তালিকা পাঠালে চূড়ান্ত করবে রাজ্য, কিষান সম্মান নিধি নিয়ে সুর নরম মমতার - mamata banerjee

নিয়মানুযায়ী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা কৃষকদের তালিকা ভেরিফিকেশন করার জন্য রাজ্যের কাছে পাঠাবে কেন্দ্রীয় সরকার । সেইমতো রাজ্য সরকার প্রাপকদের তালিকা চূড়ান্ত করে তা কেন্দ্রকে পাঠাবে ।

mamata
mamata

By

Published : Jan 4, 2021, 8:59 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : এবার কিষান নিধি প্রকল্প বাস্তবায়ন করা নিয়ে সুর নরম করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বক্তব্য, আগে কেন্দ্রীয় সরকার ভেরিফিকেশনের জন্য তালিকা পাঠাক, তার পর তা দেখে দেবে রাজ্য সরকার ।" মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ফলে কিষান নিধি প্রকল্প যে এরাজ্যে দ্রুত লাগু হতে পারে, তার ইঙ্গিত মিলল ।

পশ্চিমবঙ্গে কিষান নিধি প্রকল্প চালু না হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার অভিযোগের আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে । মাত্র কয়েক দিন আগে ভার্চুয়াল বৈঠক করে দেশের 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে পরের কিস্তির 18 হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী । এরপর তিনি অভিযোগ করেন, সব রাজ্য টাকা পায় । শুধু পায় না বাংলা । রাজনৈতিক কারণে রাজ্যের কৃষক ভাইরা টাকা পাচ্ছেন না ।"

ইতিমধ্যেই রাজ্যের 21 লাখ কৃষক প্রধানমন্ত্রী কিষান নিধি যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন । এঁদের মধ্যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই তালিকা চূড়ান্ত করবে রাজ্য সরকার । নিয়মানুযায়ী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা কৃষকদের তালিকা ভেরিফিকেশন করার জন্য রাজ্যের কাছে পাঠাবে কেন্দ্রীয় সরকার । সেইমতো রাজ্য সরকার প্রাপকদের তালিকা চূড়ান্ত করে তা কেন্দ্রকে পাঠাবে । এবিষয় মুখ্যমন্ত্রী বলেন, আগে ভেরিফিকেশনের জন্য তালিকা পাঠাক কেন্দ্রীয় সরকার । তার পর তা চূড়ান্ত করবে রাজ্য ।

বিধানসভা নির্বাচনের মুখে বিপুল সংখ্যক কৃষকের ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে কিষান সম্মান নিধি প্রকল্প এরাজ্যে চালু করতে মুখ্যমন্ত্রী সুর নরম করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

ABOUT THE AUTHOR

...view details