কলকাতা, 4 জানুয়ারি : এবার কিষান নিধি প্রকল্প বাস্তবায়ন করা নিয়ে সুর নরম করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বক্তব্য, আগে কেন্দ্রীয় সরকার ভেরিফিকেশনের জন্য তালিকা পাঠাক, তার পর তা দেখে দেবে রাজ্য সরকার ।" মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ফলে কিষান নিধি প্রকল্প যে এরাজ্যে দ্রুত লাগু হতে পারে, তার ইঙ্গিত মিলল ।
পশ্চিমবঙ্গে কিষান নিধি প্রকল্প চালু না হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার অভিযোগের আঙুল তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে । মাত্র কয়েক দিন আগে ভার্চুয়াল বৈঠক করে দেশের 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে পরের কিস্তির 18 হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী । এরপর তিনি অভিযোগ করেন, সব রাজ্য টাকা পায় । শুধু পায় না বাংলা । রাজনৈতিক কারণে রাজ্যের কৃষক ভাইরা টাকা পাচ্ছেন না ।"