কলকাতা, 23 নভেম্বর: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে যে টানাপোড়েন চলছে, তা নিয়েই অভিযোগ করতে গিয়ে শুভেন্দুর সমালোচনা করেন তিনি ৷ কিন্তু তিনি নাম করেননি বিরোধী দলনেতার ৷ বরং বলেছেন, ‘‘রাজনীতির নাম করে বাংলাকে বদনাম যারা করে, তাদের নাম বলতে লজ্জা লাগে ৷ ধিক্কার জানাই ৷’’
প্রসঙ্গত, বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাট্টা বিলি সংক্রান্ত এক সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি একাধিক ব্যক্তির হাতে পাট্টা তুলে দেন ৷ তার পর বক্তৃতা করেন ৷ সেই সময় তিনি একাধিক ইস্যুতে সমালোচনা করেন কেন্দ্রীয় সরকার ও বিজেপির (BJP) ৷
বঙ্গ বিজেপিও তাঁর সমালোচনা থেকে বাদ যায়নি ৷ বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে মোদি সরকারের (Modi Government) সঙ্গে তাঁর সরকারের যে টানাপোড়েন গত কয়েকমাস ধরে চলছে, তা নিয়ে আবার তিনি সরব হন ৷ কেন্দ্রীয় সরকার কেন প্রকল্পের টাকা আটকে রাখছে সেই প্রশ্ন আবার তোলেন মুখ্যমন্ত্রী ৷