পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: মিজোরামের দুর্ঘটনার দায় রেল অস্বীকার করতে পারে না, তোপ মমতার - মিজোরামের দুর্ঘটনা

Mamata Banerjee Slams Rail on Mizoram Accident: বুধবার মিজোরামে একটি নির্মীয়মান রেলসেতু ভেঙে পড়ে ৷ সেখানে বেশ কয়েকজনের মৃত্য়ু হয় ৷ মৃতদের মধ্য়ে বেশিরভাগই মালদার বাসিন্দা ৷ সেই নিয়ে রেলকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 5:08 PM IST

Updated : Aug 23, 2023, 5:36 PM IST

কলকাতা, 23 অগস্ট: মিজোরামে নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যুর ঘটনায় রেলকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার এক সরকারি অনুষ্ঠান থেকে তিনি তোপ দাগেন রেলের বিরুদ্ধে ৷ এই দুর্ঘটনায় রেল দায় অস্বীকার করতে পারে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

উল্লেখ্য, বুধবার সকালে উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরামে ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি রেল সেতু ৷ সেই দুর্ঘটনায় প্রাণ হারায় বেশ কয়েকজন ৷ নিহতদের মধ্য়ে অধিকাংশ মালদার বাসিন্দা ৷ তাঁরা এখান থেকে কাজ করতে গিয়েছিলেন ৷

এই নিয়ে আগেই টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর কলকাতায় একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে তিনি আবার এই প্রসঙ্গ তোলেন ৷ মুখ্যমন্ত্রীর দাবি, মিজোরামে 35 জন মারা গিয়েছেন ৷ 24 জন বাংলার৷ মালদার ৷ রতুয়ার 16 জন ৷ ইংরেজবাজারের 6-7 জন ৷

নিহতদের পরিবারের পাশে তিনি আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে উল্লেখ করেছেন যে তিনি তাঁর দলের নেতা-মন্ত্রী-সাংসদদের মালদায় গিয়ে পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন ৷ মৃতদেহ আনার ব্যবস্থা রাজ্য সরকার করছে বলে তিনি জানিয়েছেন ৷

এই নিয়েই তিনি তোপ দাগেন রেলের বিরুদ্ধে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আজকে দুর্বিষহ অবস্থা রেলের ৷ রেলের বাজেট আর নেই ৷’’ তিনি মাস তিনেক আগে ওড়িশার বালাসোরে হওয়া রেল দুর্ঘটনার কথা উল্লেখ করেন ৷ সেই দুর্ঘটনায় বাংলার বাসিন্দারা যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের পরিবারের পাশে রাজ্য সরকার ছিল বলে তিনি জানান ৷ একই সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন:মিজোরামে রেলসেতু ভেঙে মৃত 17 শ্রমিকই মালদার

পাশাপাশি রেলের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রেলের কাছে দাবি করব, কাজ করতে গিয়ে কেউ দুর্ঘটনায় মারা গেলে চাকরি দিতে হবে ৷ আপনারা আপনাদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না ৷’’

Last Updated : Aug 23, 2023, 5:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details