পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Slams Modi: ইন্ডিয়া নামটা পছন্দ হয়েছে বলেই প্রধানমন্ত্রী এসব কথা বলছেন, কটাক্ষ মমতার

Mamata Banerjee on INDIA: মঙ্গলবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর বাইরে এসে বিরোধী জোটের পক্ষ নিয়ে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

Mamata Slams Modi
Mamata Slams Modi

By

Published : Jul 25, 2023, 5:53 PM IST

Updated : Jul 25, 2023, 8:16 PM IST

ইন্ডিয়া নামটা পছন্দ হয়েছে বলেই প্রধানমন্ত্রী এসব কথা বলছেন, কটাক্ষ মমতার

কলকাতা, 25 জুলাই: বিরোধীদের জোটের নাম নিয়ে মঙ্গলবার সকালেই বিজেপির অন্দরে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিকেলে সেই নিয়ে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পালটা কটাক্ষ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘ইন্ডিয়া নামটা পছন্দ হয়েছে প্রধানমন্ত্রীর । তাই এসব কথা বলছেন তিনি । যত এই নাম নিয়ে বাজে বাজে কথা বলবেন । তত মনে হবে, নামটা পছন্দ হয়েছে তাঁর ।’’

মঙ্গলবার আচমকাই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি সাক্ষাৎ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷ সেই বৈঠক সেরে রাজভবনে বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তাঁর কাছ থেকে বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাওয়া হয় ৷ তখনই তিনি এই কথা বলেন ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ । নামটা পছন্দ হয়েছে প্রধানমন্ত্রীর । গ্রহণ করেছেন । জনগণ গ্রহণ করেছে । সাংবাদিকরা সবসময় প্রশ্ন করে, তাই ওঁকে তো কিছু বলতে হবে ৷ সেই কারণেই বলেছেন । ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি তাকে মুজাহিদিন বলা হয় ? সেটা ইন্ডিয়াই । দেশের নাম ইন্ডিয়া । আমাদের জন্মভূমি ইন্ডিয়া । যত ইন্ডিয়া নাম নিয়ে ওঁরা বাজে বাজে কথা বলবে, তত মনে হবে নামটা ওঁদের পছন্দ হয়েছে ।’’

বিরোধীদের জোট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য: এ দিন নয়াদিল্লিতে বিজেপির সংসদীয় দলের বৈঠক হয় ৷ সেখানে উপস্থিত লোকসভা ও রাজ্যসভার বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন, নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, কিংবা ব্রিটিশদের তৈরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উদাহরণ হিসেবে তুলে ধরেন ৷ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ইন্ডিয়া নাম ব্যবহার করে বিরোধীরা দেশবাসীকে বিভ্রান্ত করতে চাইছে ৷

আরও পড়ুন:জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে বিরোধী জোট 'ইন্ডিয়া'র তুলনা নরেন্দ্র মোদির

বিরোধীদের নিশানায় নরেন্দ্র মোদি:মোদির এই বক্তব্য সামনে আসতেই তেড়েফুঁড়ে নামে বিরোধীরা ৷ কংগ্রেস-সহ সব রাজনৈতিক দলই ৷ তৃণমূল কংগ্রেসেরও একাধিক নেতা এই নিয়ে প্রতিক্রিয়া দেন ৷ তৃণমূলের নেত্রী তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘আদতে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী ৷ ইন্ডিয়া নামের থেকেই পরিষ্কার এটা সব ধর্ম, সব ভাষার সমন্বয়ের । এখানে যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তাদের মধ্যে কংগ্রেসের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অবদান রয়েছে । কিন্তু বিজেপি বা আরএসএসের স্বাধীনতা সংগ্রামে কোনও অবদান ছিল না ৷ বরং তাদের ব্রিটিশের কাছে মুচলেকা দেওয়ার ইতিহাস রয়েছে । সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য কীভাবে রাখেন ? তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট তিনি এই জোটকে ভয় পাচ্ছেন ৷’’

একই কথা শোনা যায় রাজ্যের অন্য আরেক মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও । তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট তিনি ভয় পেয়েছেন । তিনি তাঁর নার্ভকে স্থির রাখতে পারছেন না । তবে একটা কথাই বলব মোদীজিকে, ঈয়ে ডর মুঝে আচ্ছা লাগা ।’’

আরও পড়ুন:'প্রধানমন্ত্রী দেশের অপমান করছেন', ইন্ডিয়াকে কটাক্ষ করায় পালটা জবাব কংগ্রেসের

তবে দলের অন্য নেতৃত্বের মতো পালটা আক্রমণের পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী । বরং ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি ৷

Last Updated : Jul 25, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details