কলকাতা, 21 জুলাই: মোদি বনাম বিরোধী ছবিই দেখা যাবে লোকসভা ভোটে ৷ 21 জুলাইয়ের মঞ্চ থেকে সেই সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আগামী লোকসভা ভোটে তৃণমূল যে মূল শত্রু হিসাবে বিজেপিকেই তাক করে লড়াইয়ের ময়দানে নামছে, তাও কার্যত শুক্রবার স্পষ্ট করে দিলেন মমতা ৷ একইসঙ্গে, মণিপুর ইস্যু নিয়েও যে বিরোধীরা রীতিমতো কেন্দ্রীয় সরকার এবং বিশেষত প্রধানমন্ত্রী মোদিরে বিরুদ্ধে ঝাপাবে তাও সাফ করে দিয়েছেন তিনি ৷ এদিন একুশের মঞ্চ থেকে লোকসভা ভোটের স্লোগানও তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা বলেন, "ঘর ঘর মে এক হি ডাক, মোদি যাক মোদি যাক" ৷
একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে লোকসভা ভোটের সলতে পাকাবেন, তা একরকম নিশ্চিত ছিলই ৷ তবে সরাসরি যে তিনি প্রধানমন্ত্রীকে রীতিমতো ঝাঁঝালো আক্রমণ করে বসবেন তা অবশ্য তাবড় রাজনৈতিক বিশ্লেষকরাও কল্পনা করতে পারেনি ৷ একইসঙ্গে, যেভাবে বাম এবং কংগ্রেস নিয়ে যেভাবে নিশ্চুপ রইলেন তৃণমূল সুপ্রিমো তাতেও অবশ্য জল্পনা বেড়েছে ৷ জোটের প্রতি দায়বদ্ধতা থেকেই এদিন বাম এবং কংগ্রেস নিয়ে সেভাবে এদিন আক্রমণাত্মক দেখা যায়নি তৃণমূল নেত্রীকে, এমনটাই মত দলেরই একাংশের ৷ তবে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে আদতে সেই বিরোধী জোটকেই আরও মজবুত করতে চাইলেন মমতা ৷