কলকাতা, 13 এপ্রিল: অতীতে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্যের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ তৈরি করতে চাইছে । বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে । বৃহস্পতিবার আলিপুরে নবনির্মিত ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনে এসে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী । তাঁর দাবি, কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনা থাকা সত্ত্বেও রাজ্য তার মতো করে উন্নয়নের কাজ করার চেষ্টা করছে । এই অবস্থায় তার পক্ষে মানুষের সব চাহিদা হয়তো পূরণ করা সম্ভব নয় । তাই বাংলার মানুষের কাছে তার আবেদন মানুষ যেন তাকে ভুল না বোঝে । ভিক্ষা করতে হলেও কেন্দ্রের কাছে মাথানত করবেন না বলেও জানিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, 100 দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না । এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । দিল্লি গিয়ে দরবারও করেছেন । অথচ তারপরেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মেলেনি রাজ্যের বকেয়া অর্থ । পরবর্তী পদক্ষেপ হিসাবে গত মাসেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দু’দিনের ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী । তারপরেও কিন্তু সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে বলে অভিযোগ ।
আর এই অবস্থাতে কিছুটা হলেও আক্ষেপের সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য স্টেডিয়ামের উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার সবার কাছে একটাই অনুরোধ ৷ আমরা সবাই নিজেদের মধ্যে এত ঝগড়া করি যে ভালো কাজটা দেখতে পাই না । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক জনমুখী প্রকল্প নিয়েছে রাজ্য সরকার । অথচ সরকারের এই ভালো কাজের কথা কেউ বলছে না ।’’