কলকাতা, 7 ডিসেম্বর:বুধবার দিল্লিতে শীতকালীন অধিবেশনের আগে সংসদীয় দলের বৈঠক ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 100 দিনের কাজ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে দীর্ঘ সময় ধরে 100 দিনের কাজের (MGNREGA) অর্থ বন্ধ থাকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একাধিকবার এই নিয়ে দিল্লি দরবারেও গিয়েছেন তিনি।
এদিন এ নিয়ে সাংবাদিকদের কড়া প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বছর শেষে টাকা দিয়ে লাভটা কী? অর্থবছর শেষ হয়ে যাবে তার মধ্যে এই টাকা খরচ করা যাবে না ৷ তখন তাঁরা বলবে আমরা দিলাম ওরা কাজ করল না ৷ এই নিয়ে টেন্ডার করতে, ডিপিআর করতে সময় লাগে কাজেই ডিসেম্বর-জানুয়ারিতে টাকা দিলে কীভাবে মার্চের মধ্যে সেই টাকা খরচ করা সম্ভব ?" আর এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সময়ের টাকা সময়ে দিতে হবে (Mamata Banerjee Slams Central Govt)।
কেন্দ্র যখন রাজ্যকে কোনওভাবে সাহায্য করছে না, তখন গরিব মানুষগুলির রুজি-রুটির কথা ভেবে তিনি তাঁদের বিকল্পভাবে আয়ের সংস্থান করার কথাও রাজ্যের বিভিন্ন দফতরকে বলেছেন। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সরাসরি না-বললেও, তাঁর কথা থেকে স্পষ্ট বোঝা যায়, রাজ্যকে বরাদ্দ দেওয়ার জন্য তিনি কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন।