কলকাতা, 19 জুলাই: রাজ্যে সরকার উলটে ফেলার হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি ৷ বুধবার গেরুয়া শিবিরের সেই হুঁশিয়ারি কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একইসঙ্গে, তিনি পরিহাসের সুরে বলেন, "একটা বালতি উলটোতে পারে না ৷ সরকার উলটোবে ! ওদের সরকার তো উলটে গিয়েছে ৷" একইসঙ্গে, বিরোধী জোট 'ইন্ডিয়া'র পক্ষে আরও একবার এদিন সওয়াল করেন মুখ্যমন্ত্রী ৷
আহতদের দেখতে এদিন এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মমতা। এদিন তড়িঘড়ি নবান্ন থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে চলে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ভরতি থাকা দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগেই আহত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসএসকেএম-এ গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে গেলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "যারা হিংসা হিংসা বলে চিৎকার করছেন এখানে বেশিরভাগ আমাদের ছেলে-মেয়েরাই মারা গিয়েছে।" মুখ্যমন্ত্রীর অভিযোগ তৃণমূল কর্মীদের উপরি বেশি হামলা হচ্ছে ৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচনে মৃত্যুর ঘটনায় মৃতদের দু'লক্ষ টাকা এবং আহতদের 50 হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। এদিন এসএসকেএমে ভর্তি থাকা তৃণমূল কর্মীদের হাতে টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, তিনি জানান রাজ্যে অন্যত্র যারা আহত হয়েছেন এবং যাদের মৃত্যু হয়েছে তাদের ক্ষেত্রেও দ্রুত টাকা দেওয়া হবে।