কলকাতা, 6 ডিসেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সম্প্রতি ‘চোর’ স্লোগান দিতে দেখা যাচ্ছে বিজেপিকে ৷ এই নিয়ে গেরুয়া শিবিরকে লক্ষ্য করে পালটা ‘পকেটমার’ কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ এবার সেই সুরেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর কথায়, যারা নিজেরা পকেটমার, তারাই পকেটমার পকেটমার বলে চেঁচায় ।
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে বারবার সরব হতে দেখা গিয়েছে প্রধান বিরোধী দল বিজেপিকে ৷ কিন্তু গত বুধবার কলকাতায় অমিত শাহের সভার পর থেকেই সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে গেরুয়া শিবির ৷ বিধানসভা চত্বরে বারবার এই নিয়ে তারা সরব হয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিজেপি নেতা-বিধায়কের মুখে ‘মমতা চোর’ স্লোগান শোনা গিয়েছে ৷
এই নিয়ে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে ৷ গত সোমবার উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে এই ইস্যুতে বিজেপি কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেদিন বলেন, ‘‘রাস্তায়, ভিড়ে বা বাসে যে চুরি করে, সে কিছুটা দূরে গিয়ে চোর চোর করে চিৎকার করে ৷ এগুলো হচ্ছে সেই পকেটমার ৷ নিজেরা পকেটমেরে চোর চোর বলে চিৎকার করে ৷ বাঙালি যদি ভাবে তাহলে মেলাতে পারবে ৷ বিজেপির নেতারা হচ্ছে এই পকেটমার ৷’’
বুধবার একই প্রসঙ্গ ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেও ৷ তিনি অভিষেকের সুরে বিজেপিকে পকেটমার বলে কটাক্ষ করেন ৷ মমতা বলেন, ‘‘যারা পকেটমার, তারাই বেশি পকেটমার-পকেটমার করে চিৎকার করে । দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা । 15 লাখ টাকা দেওয়া থেকে শুরু করে কোভিডের সময় ফ্রি রেশন । অনেক কিছুই তো দেব বলেছিল, দিয়েছে ? আপনারাই বলুন না ? 15 লাখ টাকা করে কি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে । কোভিডের সময় থেকে সাধারণ মানুষের যে পকেট কাটা শুরু হয়েছে, সেটা কি থেমেছে ? সব কিছুই তো জনগণেরই পকেট কেটে হচ্ছে । যারা, পকেটমার তারাই রাস্তায় পকেটমার পকেটমার বলে চেঁচায় ।’’