কলকাতা, 29 মার্চ: আম্বেদকর মূর্তির পাদদেশে দিনভর ধরনায় চুপ ছিলেন । বিকেলে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিজেপি-সিপিআইএমের মতো বিরোধী রাজনৈতিক দলগুলির কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী । রাজ্যের বকেয়া না-পাওয়ার অভিযোগের পাশাপাশি দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দেওয়ার অভিযোগেও বিঁধেছেন কেন্দ্রীয় সরকারকে । সর্বোপরি, কেন্দ্রের বিজেপিকে সরকারকে পরাস্ত করতে একযোগে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তিনি (Mamata Banerjee slams BJP)।
একাধিক রাজ্যে বিরোধীদের ইডি-সিবিআই তদন্তের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘরের মেয়েদের ডেকে পাঠাতে শুরু করেছে । তিন বছরের বাচ্চা আছে, অ্যারেস্ট করতে পারেন । সবাই চোর। আর তোমার বিজেপি সাধু। আমার এখানে সাত দফায় নির্বাচন । কর্ণাটকে এক দফায় । কি করে জিতবে ? এদের হারাতে হবে । দেশকে বাঁচাতে হবে । ওয়াশিং মেশিন হটাও, দেশ বাঁচাও । দিন আনা দিন খাওয়া মানুষের জন্য এক কোটি বার ধর্নায় বসব ।"