কলকাতা, 17 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনে মহম্মদ আলি পার্কে উঠল রামমন্দির প্রসঙ্গ । মঙ্গলবার সেই প্রসঙ্গ তুলে আনলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাঁকে বক্তব্যের মাঝপথেই থামিয়ে দেন মুখ্যমন্ত্রী । বলেন, ‘‘কেন বারবার এক কথা বলছেন ? রামচন্দ্র নিজে মা দুর্গার অকালবোধন করেছিলেন ।’’ এর পর ‘ওরা জানে না, ওদের শিক্ষা নেই’ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
গত কয়েকদিন ধরেই ভার্চুয়ালি একের পর এক কলকাতা তথা জেলার পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার-সহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এবং প্রথম সারির পুজোর উদ্বোধন করেন মমতা । সেখানেই এ দিন অমিত শাহের প্রসঙ্গ তোলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে একাধিক পুজোর উদ্বোধন করলেও বিভাজন বা কোনও নির্দিষ্ট ধর্মের কথা বলেন না । কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় শোনা গিয়েছে উল্টোসুর । যদিও এই তৃণমূল সাংসদের কথায় সেভাবে আমল দিতে চাননি মুখ্যমন্ত্রী ।
তিনি বলেন, ‘‘কেন বারবার একই কথা বলছেন ৷ ওদের একটাই জিনিস আছে করতে দিন । রামচন্দ্র নিজে মা দুর্গার পুজো করতেন । আমাদের মনে রাখতে হবে, ওরা জানে না ৷ ওদের শিক্ষা নেই, সংস্কৃতি নেই ৷ মা দুর্গার অকালবোধন কেন করেছিলেন, রাবণকে হারানোর জন্য । অসুরকে হারানোর জন্য । এটাই সবাইকে মনে রাখতে হবে ।’’