পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Skips Nephew Marriage: ভাইপোর বিয়েতে নেই মমতা, শুভেচ্ছার ঢল নেটপাড়ায় - Mamata Banerjee

ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Skips Nephew Marriage)৷ আকাশ ও উপাসনার ছবি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার ঢল নামল নেটপাড়ায় (Mamata Banerjee)৷

Mamata skips nephew marriage ETV Bharat
মমতার ভাইপোর বিয়ে

By

Published : Mar 1, 2023, 8:07 PM IST

কলকাতা, 1 মার্চ:ব্যক্তিগত আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Skips Nephew Marriage) আগেই বলেতে শোনা গিয়েছে যে, তিনি পরিবারের কোনও অনুষ্ঠানে যোগদান করেন না । গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান ছিল ৷ কিন্তু সেই অনুষ্ঠানে দেখা যায়নি মমতাকে ৷ তিনি ভাইপোর বিয়েতে অনুপস্থিত ছিলেন মমতা । ভাইপোর জন্য তাঁর আশীর্বাদ থাকলেও নীতিগত ভাবে তিনি ওই অনুষ্ঠানে যাননি বলে খবর মিলেছে ।

আকাশ-উপাসনার রিসেপশনে থাকবেন মমতা ? দীর্ঘদিন ধরে বান্ধবী উপাসনার সঙ্গে সম্পর্ক ছিল আকাশের (Akash Banerjee Marriage)। এই সম্পর্কের শুভ পরিণয় হিসাবে মঙ্গলবার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় এক অভিজাত হলে । যতদূর জানা যাচ্ছে, শীঘ্রই আকাশ এবং উপাসনার রিসেপশনের অনুষ্ঠান হবে । পারিবারিক এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যান কি না সেটাই দেখার ।

মুখ্যমন্ত্রীর ভাই অসীমের ছেলে আকাশ: উল্লেখ্য, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে জানেন, তাঁরা ভালো ভাবেই বিষয়টি সম্পর্কে অবগত । ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনায় অনেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি তাঁর পরিবারের অভিভাবকের মতো । পুজো-সহ বিভিন্ন অনুষ্ঠানে সকলেই তাঁর কাছে আসেন ৷ কিন্তু তিনি আলাদা করে কোনও অনুষ্ঠানে যোগদান করেন না । দূর থেকেই সকলকে আশীর্বাদ করেন । এই আকাশ বন্দ্যোপাধ্যায় হল মুখ্যমন্ত্রীর ভাই অসীম বন্দোপাধ্যায়ের ছেলে ।

আরও পড়ুন:বাঁজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শেষ, কাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাতে

সোশ্যালে ঘুরছে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ের ছবি: এ দিকে, মুখ্যমন্ত্রীর এই ভাইপোর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় চলে আসতেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে তা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে । অনেকেই এই ছবিকে তাঁদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে । তাঁদের সুখী জীবন কামনা করেছেন নেট নাগরিকরা । যদিও এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

ABOUT THE AUTHOR

...view details