পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Dharna: কেন্দ্রের বঞ্চনা! আজ দুপুরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায় - Mamata Banerjee Latest News

কেন্দ্রের কাছে থেকে একশো দিনের প্রকল্পের টাকা, জিএসটি- এসব কিছু পাচ্ছে না রাজ্য সরকার ৷ বিজেপি সরকারের কাছ থেকে বারে বারে চেয়েও কোনও সমাধান হয়নি বলে অভিযোগ ৷ তাই আজ থেকে দু'দিনের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee sit in protest demanding GST, 100 days work due from BJP Government) ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 29, 2023, 10:26 AM IST

Updated : Mar 29, 2023, 1:50 PM IST

কলকাতা, 29 মার্চ: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামছেন তিনি ৷ আজ ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের থেকে জিএসটি, একশো দিনের কাজের টাকা পাচ্ছে না রাজ্য ৷ বারবার দরবার করেও তার কোনও সমাধান হয়নি ৷ সেই দাবিকে সামনে রেখে এবার আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসবেন খোদ মমতা ৷ এদিকে বিজেপি ও কংগ্রেসও আজ শহরে প্রতিবাদে নামছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগের প্রতিবাদে শ্যামবাজারে দিনভর বিক্ষোভের কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি ৷ অন্যদিকে কংগ্রেস রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের ইস্যুতে প্রধান কার্যালয় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে (Mamata Banerjee dharna in Kolkata) ৷

পাশাপাশি নয়াদিল্লিতে আম্বেদকর মূর্তির নীচে ধরনা দেবেন তৃণমূল সাংসদরাও ৷ তাঁরা সকাল 10টা থেকে ধরনা শুরু করবেন ৷ আজ ও আগামিকাল- দু'দিন ব্যাপী মুখ্যমন্ত্রীর এই ধরনা শুরু হবে বুধবার দুপুর 12 টা থেকে ৷ এর মধ্যে মঙ্গলবার বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শহিদ মিনারে একটি জনসভার ডাক দিয়েছেন আজ ৷ বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ এবং কেন্দ্রের নীতিগুলির বিরুদ্ধে মোদি-সরকারকে আক্রমণ করবেন তিনিও ৷

আরও পড়ুন: অভিষেকের সভার দিন পরীক্ষার সূচি বদল, বিতর্কে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

21 মার্চ মুখ্যমন্ত্রী তিনদিনের জন্য ওড়িশা সফরে যান ৷ বিমানে ওঠার আগে তিনি এই 29-30 মার্চ কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার কথা জানান ৷ সেদিন তিনি বলেছিলেন, "নতুন অর্থবর্ষের বাজেটে কেন্দ্র বাংলাকে একশো দিনের কাজে একটা পয়সাও দেয়নি ৷ একমাত্র রাজ্য বাংলা, যে কিছু পায়নি ৷ আবাসনের জন্যও একটা পয়সা দেওয়া হয়নি ৷ আগের টাকাও দেয়নি ৷ 55 লক্ষ বাড়ির টাকা পড়ে আছে ৷ 11 লক্ষ আমরা করে দিচ্ছি ৷ রাস্তার টাকাও দেয়নি ৷ গ্রামাঞ্চলে 12000 নতুন রাস্তা আমরা নিজেদের টাকায় করছি ৷ আমরা বিভিন্ন খাতে কেন্দ্রের কাছ থেকে প্রায় 1 লক্ষ 15 হাজার কোটি টাকা পাই ৷" কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, "ছ'মাস আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি ৷ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজ্যে এসেছিলেন ৷ তাঁকেও আমি বলেছি ৷ বারবার চিঠি লেখা হয়েছে ৷ উলটে বিজেপির কথায় কেন্দ্র রাজ্যে কিছু টিম পাঠিয়ে দিচ্ছে ৷ সিবিআই-ইডির কর্তারা এখন বিজেপির লোকাল প্রেসিডেন্ট ৷ কেন্দ্রের এই লাঞ্ছনা, বঞ্চনার বিরুদ্ধে আমি মুখ্যমন্ত্রী হিসেবে 29 মার্চ আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসব ৷ 30 তারিখ পর্যন্ত তা চলবে ৷"

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 29-30 মার্চ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, এই ধরনা শুধুমাত্র বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে নয় ৷ 29-30 মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে ধরনায় বসলেও এর পিছনে 2024 সালের লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) প্রস্তুতিও রয়েছে ৷ ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছেন, তিনি একাই লোকসভা নির্বাচন লড়বেন ৷ তবে আঞ্চলিক দলগুলির সঙ্গেও আলোচনা চালাচ্ছেন ৷ তাঁর বাড়িতে এসে দেখা করে গিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, জেডি(এস) প্রধান এইচ ডি কুমারস্বামী ৷ তৃণমূল নেত্রী ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে আসেন ৷ এছাড়া বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করেছে রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের ঘটনাটি ৷ 24 মার্চ সাংসদ পদ খারিজ হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন ৷ বলাই যায়, কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাই রাহুলের সাংসদ পদ বাতিলের ইস্যুটি প্রচারে আসার সবচেয়ে বড়ো টিআরপি ৷ এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের দল যাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। সিবিআই আধিকারিকদের হেনস্থা করা হয় বলে অভিযোগও ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। পরে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত বলে দাবি করে সত্যাগ্রহ করেন মমতা । এবার আবারও কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসছেন তিনি ।

Last Updated : Mar 29, 2023, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details