পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 2, 2020, 9:06 PM IST

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর উচিত ঘরে থাকা, পরামর্শ আবদুল মান্নানের

তাঁকে দেখে অনেকে রাস্তায় বেরোতে পারেন ৷ তাই তাঁরও উচিত ঘরে থাকা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই পরামর্শ দিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷

আবদুল মান্নান
আবদুল মান্নান

কলকাতা, 2 এপ্রিল : মুখ্যমন্ত্রী এখনও বাইরে বেরোচ্ছেন ৷ একাধিক জায়গা পরিদর্শনে যাচ্ছেন ৷ গৃহবন্দী মানুষ তাঁকে দেখে বাইরে বেরোতেই পারে ৷ তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়েরও বাড়িতেই থাকা উচিত বলে পরামর্শ দিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ "আপনি আচরি ধর্ম পরেরে শিখাও" এই প্রবাদবাক্য উদ্ধৃতি করে আবদুল মান্নান বলেন, কোরোনা ভাইরাসের আক্রমণ থেকে মুখ্যমন্ত্রীকেও সতর্ক থাকতে হবে ৷

স্বেচ্ছায় গৃহবন্দী হয়েছেন আবদুল মান্নান ৷ লকডাউনের পর বিশেষ প্রয়োজনে মাত্র দু'বার কলকাতায় এসেছেন ৷ বর্তমানে শ্রীরামপুরে গঙ্গার ধারে নিজের বাড়িতেই বন্দী তিনি ৷ সেখান থেকেই যাবতীয় কাজ সম্পন্ন করছেন ৷ ভিনরাজ্যের শ্রমিকদেরও রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছেন ৷ যাঁরা ফিরতে পারেননি, তাঁদের জন্য খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেছেন বাড়ি থেকেই ৷ আজ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর উচিত ঘরে থাকা ৷ আপনি আচরি ধর্ম পরেরে শিখাও ৷ তিনি রাস্তায়, বাজারে ঘুরে বেড়াবেন ৷ আর রাজ্যের মানুষকে বলবেন ঘরে থাকতে ৷ বাজারে গিয়ে খড়িমাটি দিয়ে উনি মানুষের দাঁড়াবার জায়গা গোল করে ঠিক করে দিচ্ছেন ৷ গৃহবন্দী মানুষ এই দৃশ্য দেখে রাস্তায় বেরোতে চাইবেন ৷ তাই মুখ্যমন্ত্রীর উচিত বাড়িতেই থাকা ৷"

রাজ্যের মন্ত্রীদের অনেকেই গৃহবন্দী হয়েছেন স্বেচ্ছায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কেন প্রকাশ্যে আসছেন, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন আব্দুল মান্নান । তাঁর কথায়, মন্ত্রিসভার সদস্যরা ঘরে রয়েছেন। ঘর থেকে দপ্তর সামলাচ্ছেন । আর মুখ্যমন্ত্রীর সুযোগ থাকা সত্ত্বেও তিনি বাড়িতে না থেকে সংবাদমাধ্যমের প্রচারে আসতে চাইছেন রাস্তায় বেরিয়ে । বামফ্রন্টের শাসনকালের ঘটনা উল্লেখ করে আব্দুল মান্নান বলেন, "নব্বইয়ের দশকের শেষের দিকে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী । কলকাতার রাস্তায় ভীষণ ট্র্যাফিক জ্যাম চলছে ক'দিন ধরে । তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে দু'দিন দেখা গেল বড় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করতে । জ্যোতি বসু ব্যাপারটা জেনে ক্ষুব্ধ হয়ে অসীম দাশগুপ্তকে ডেকে পাঠালেন । তারপর থেকে অসীম দাশগুপ্তকে আর রাস্তায় দেখা যায়নি । কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে কে বলবেন ঘরে থাকতে ।"

ABOUT THE AUTHOR

...view details