কলকাতা, 1 ফেব্রুয়ারি : বরাবরই তিনি কেন্দ্রীয় সরকারের নীতির কঠোর সমালোচক ৷ কেন্দ্র বিরোধী আন্দোলন তাঁর নেতৃত্বেই নতুন দিশা পেয়েছে বলেই মনে করেন বিরোধীরা ৷ আজ কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের পরই তীব্র প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কেন্দ্রীয় সরকার দেশের গরিমা নষ্ট করছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷
কেন্দ্র দেশের গরিমা নষ্ট করছে, টুইটে ক্ষোভ মমতার - union budget 2020 reaction
কেন্দ্রীয় সরকারের বাজেটে অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এই বাজেটর ফলে দেশের মর্যাদা নষ্ট হয়েছে বলে মনে করছেন তিনি ৷
আজ বাজেট পেশের পর তার সমালোচনা টুইট করেন মমতা ৷ লেখেন, 'যেভাবে সরকারি সংস্থাগুলির ঐতিহ্য ও গরিমা নষ্ট হচ্ছে, তাতে আমি হতাশ ৷' কেন্দ্রীয় অর্থমন্ত্রী জীবন বিমা নিগমের শেয়ার বিক্রি করার কথা ঘোষণা করেছেন ৷ সেই বিষয়কে কটাক্ষ করেই মমতার টুইট, 'মানুষের নিরাপত্তার ভাবনাকে শেষ করে দিল কেন্দ্রীয় সরকার ৷'
এবারের বাজেটে চাকরির কোনও উল্লেখ করা হয়নি বলেই সরব হয়েছে বিরোধীরা ৷ বাজেটে কর্মসংস্থানকে অবহেলা করা হয়েছে, সেই প্রসঙ্গটিও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ৷ তাই হয়তো তাঁর প্রশ্ন, 'এভাবেই কি একটা যুগ শেষ হয়ে যাবে ?'