কলকাতা, 21 জানুয়ারি : কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ ভোটে হারাবেন বলে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী । এবার তৃণমূল ভবনে এসে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহের দাবি করেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 50 হাজারের বেশি ভোটে জয়ী হবেন ।
বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । মমতার এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারী ৷ মমতাকে হাফ লাখ ভোটে হারানোর কথা বলেছেন তিনি ৷ এরই মধ্যেই আজ তৃণমূল ভবনে আসেন আবু তাহের । যিনি এলাকায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত ।