কলকাতা, 5 অগস্ট: করোনা টিকা (Corona Vaccine) বণ্টন নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerje)। এ দিন তিনি প্রধানমন্ত্রীকে 2 পাতার একটি চিঠি দিয়েছেন । যেখানে তিনি বলেছেন, রাজ্যে আরও বেশি টিকা প্রয়োজন । এই নিয়ে রাজ্যের তরফ থেকে বারবার প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে । কিন্তু এ ব্যাপারে কেন্দ্রের কোনও সদিচ্ছা দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাঁর । মুখ্যমন্ত্রীর কথায়, "গোটা বিষয়টি অত্যন্ত দুঃখজনক ।"
এ দিনের চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বারবার কেন্দ্রকে জানানোর পরও টিকা প্রদানের বিষয়ে কেন্দ্রের গা-ছাড়া মনোভাবের কারণে আগামী দিনে রাজ্যের মানুষকে ভুগতে হতে পারে । ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে কেন্দ্রের তরফ থেকে বারবার রাজ্যগুলিকে সতর্ক করা হচ্ছে এবং বিভিন্ন নির্দেশিকা পাঠানো হচ্ছে । কিন্তু এর জন্য সবচেয়ে প্রয়োজনীয় টিকা ৷ অথচ রাজ্যকে পর্যাপ্ত পরিমাণে টিকা পাঠানো হচ্ছে না ।
আরও পড়ুন:মিডিয়া রিপোর্ট সত্যি হলে অভিযোগ খুবই গুরুতর ; পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট
টিকাকরণ পর্বের শুরুতেই রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে বলা হয়েছিল, বেশি করে পশ্চিমবঙ্গকে টিকা সরবরাহ করতে । রাজ্য সরকারের তরফ থেকে এও বলা হয়েছিল, প্রয়োজনে রাজ্য অর্থ খরচ করে টিকা নিতেও প্রস্তুত । যদিও এর জন্য প্রয়োজন ছিল কেন্দ্রের অনুমতি । তবে কেন্দ্রীয় সরকার সমস্ত মানুষকে টিকা সরবরাহ করার কথা ঘোষণা করে । কিন্তু অভিযোগ, পশ্চিমবঙ্গকে টিকা দেওয়ার ক্ষেত্রে বিমাতৃসূলভ আচরণ করছে কেন্দ্র ।