কলকাতা, 24 এপ্রিল: তৃণমূলের জনসংযোগ যাত্রা সফল করার জন্য মানুষের আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 'তৃণমূলে নবজোয়ার' প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুইটে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷ তাঁর সেই টুইটকে রিটুইট করে মমতাকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক ৷
সোমবার থেকে জনসংযোগ যাত্রা শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর উদ্যোগকে কুর্নিশ করে এ দিন সকালে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটে লেখেন, "তৃণমূলে নবজোয়ার একটি প্রথম রাজনৈতিক প্রচার ৷ রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা শুরু করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত দলীয় কর্মীদের ।"
তাঁর দলের আগামী দিনের লক্ষ্যের কথা জানিয়ে নেত্রী আরও লিখেছেন, "আমরা তৃণমূলে প্রগতি ও উন্নয়নের একটি নতুন তরঙ্গের সূচনা করার লক্ষ্য নিয়েছি, যার জন্য আমরা বিনীতভাবে এই প্রচেষ্টা সফল করার জন্য বাংলার মানুষের আশীর্বাদ কামনা করছি ।"