কলকাতা, 5 জুন:বিজেপির সঙ্গে রাজনৈতিক কোনও তর্কে জড়াতে চান না মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই মুহূর্তে মানুষের পাশে থাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ এমনকী সিবিআই নিয়ে বিতর্কেও যেতে নারাজ মমতা।
সোমবার নবান্ন টোল প্লাজায় রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নিজেই এই প্রসঙ্গে উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজনীতি নয়, বরং তিনি এখন মানুষের পাশে থাকতে চাইছেন। একইসঙ্গে, এদিন আরও একবার মুখ্যমন্ত্রী রেলের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগে সরব হয়েছেন ৷ এদিন মমতা বলেন, "আমি চাই সত্য প্রকাশ্যে আসুক।" এদিন সিবিআই তদন্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই বিষয় নিয়ে কোনও মন্তব্যে বিশেষ আগ্রহী নন তিনি। আর সেকারণে এই বিষয় নিয়ে তিনি মন্তব্য করতেও রাজি হননি মুখ্যমন্ত্রী ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমি একমাত্র নজরে রাখছি দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা এবং তাদের পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে। আমরা ভাবছি কীভাবে এই পরিবারগুলিকে রক্ষা করা যায়। এখনও অনেকগুলি দেহ সনাক্ত করা যায়নি। এখনও আমার নজরে যতটা আছে তাতে 120 জনের মৃতদেহ ওই রাজ্যে আছে। সেগুলি এখনও সনাক্ত হয়নি।" এর সঙ্গেই, এই দুর্ঘটনায় এখনও অসংখ্য মানুষ আহত অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি। তাদের কীভাবে দ্রুত সুস্থ করে তোলা যায়, তা নিয়েই মূলত ভাবনা-চিন্তা করছে রাজ্য প্রশাসন ৷ অন্যদিকে তিনি রেলমন্ত্রী থাকাকালীন হওয়া রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত দিয়ে কোনও ফল পাওয়া যায়নি, এদিন তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।