পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা, 22 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে ৷ দক্ষিণ 24 পরগনার ভাঙড়-সহ একাধিক এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ ৷ বৃহস্পতিবার সেই অভিযোগ খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, ‘‘এত শান্তিতে মনোনয়ন আমাদের রাজ্যে জীবনে কখনও হয়নি ।’’
আগামিকাল শুক্রবার বিহারের পটনায় বসছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক হবে ৷ সেই বৈঠকে যোগ দিতে এ দিন কলকাতা থেকে রওনা দেন ৷ তার আগে বিমানবন্দরের বাইরে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের ভোটের তুলনাও টানেন ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ত্রিপুরায় 96 শতাংশ আসনে নির্বাচনই হয় না । লড়াই করতে দেওয়া হয় না । সেখানে আমাদের রাজ্যে 2 লক্ষ 36 হাজার মনোনয়ন জমা পড়েছে । 71 হাজার বুথের মধ্যে মাত্র চারটে বুথে গন্ডগোল হয়েছে । তার মধ্যেও একটি বুথে আমাদের দু’জন খুন হয়েছে । তাতেই এ টু জেড কেন্দ্রীয় সরকারের যত এজেন্সি আছে, সব এক হয়ে গিয়েছে ।’’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ওরা আমাদের যত ঘাটাবে । যত বাংলাকে বঞ্চনা করবে । যত বাংলা নিয়ে কুৎসা করবে । মানুষের এর জবাব দেবে। মনে রাখবেন ভোট দেবে কিন্তু মানুষ ।’’ এর পরই নাম না করে বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, ‘‘যত এরা এগ্রেসিভ হচ্ছে, ভোটে না পেরে এজেন্সিকে দিয়ে যা খুশি তাই করে যাচ্ছে । এর জবাব মানুষ দেওয়ার জন্য তৈরি । পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়ে নেব । আমরা জিতে নেব ।’’
এ দিন রাজ্যের সাধারণ মানুষকে নির্বাচনে শান্তিপূর্ণভাবে কাজ করার বার্তাও দিয়েছেন মমতা । তিনি বলেন, ‘‘আমি বলব সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলুন । উনি ওনার মতো কাজ করুন । আমরা আমাদের মতো কাজ করব ।’’
আরও পড়ুন:এত হিংসা হলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দেওয়া উচিত, মন্তব্য বিচারপতি সিনহার
এ দিন বিজেপির বিরুদ্ধে নির্বাচিত সরকারকে নানাভাবে হেনস্তা করার অভিযোগও তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী । মমতা বলেন, ‘‘আমরা একটা নির্বাচিত সরকার । মানুষের ভোটে জিতে এসেছি । যেদিন থেকে রাজ্যে জিতে এসেছি, সেদিন থেকে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দেয় না । গ্রামীণ বাংলার বাড়ির টাকা দেয় না । রাস্তার টাকা দেওয়া হয় না । টাকাটা ওদের নয় । 40-60 রেশিওতে যে টাকা দেওয়ার কথা ৷ তাতে এখান থেকে ট্যাক্স বাবদ যে টাকা কেটে নেয় কেন্দ্র, তাই আবার উন্নয়ন তহবিলে ফিরিয়ে দেওয়ার কথা রাজ্যকে । আগে স্টেটের আলাদা ট্যাক্স ছিল । এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স । সব দিক থেকেই বাংলাকে বঞ্চনা করা হচ্ছে ও বঞ্চিত করা হচ্ছে ।’’
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটের বিষয় বলতে গিয়ে দিন সরাসরি বাংলার পুলিশের প্রশংসা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় । তিনি বলেন, ‘‘বাংলার পুলিশ যেকোনও রাজ্যের পুলিশের থেকে অনেক বেশি দক্ষ । আপনারা জানেন এক সময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত । সুতরাং আমাদের পুলিশ যথেষ্ট স্মার্ট । এক্ষেত্রে যদি ওরা আমাদের পুলিশকে ব্যবহার করতে না চায় আমাদের কোনও অসুবিধা নেই । ওরা যত পারে তত কেন্দ্রীয় বাহিনী দিক । মানুষের থেকে তো সংখ্যাটা বাড়বে না । যারা ভোট দেওয়ার তারা ভোট দেবে ।’’
আরও পড়ুন:ইমপিচমেন্ট ছাড়া কমিশনারকে সরানো যাবে না, পটনা উড়ে যাওয়ার আগে স্পষ্ট বার্তা মমতার