কলকাতা, 18 নভেম্বর: দলনেত্রীর নির্দেশ মেনে আগামী 21 তারিখ কাতার যাচ্ছেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর বেশ কিছু দিন পর বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে যেতে পারেন তিনি (Mamata Halts Madan)। বিধানসভার শীতকালীন অধিবেশনের জেরেই সফর কাটছাঁট করতে হয়েছে 'কালারফুল' তৃণমূল নেতাকে (Mamata Banerjee)।
আজ অর্থাৎ 18 নভেম্বর থেকে শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন । চলবে 30 নভেম্বর পর্যন্ত । অন্যদিকে, রবিবার থেকে শুরু ফুটবল বিশ্বকাপ । সেই বিশ্বকাপ দেখতে 21 তারিখ কাতারের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মদন মিত্রের । তবে বিধানসভার অধিবেশন চলাকালীন কেউ যেন অনুপস্থিত না থাকেন, তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে তাঁকে অনুপস্থিতির জন্য যথার্থ কারণ প্রমাণ সহকারে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি । সে জন্যই 21 তারিখ 'কালারফুল' বিধায়ককে কাতারে যেতেও নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তাঁর বিশ্বকাপ দেখতে কাতার যাওয়া একেবারে বন্ধ হচ্ছে না ৷ জানা গিয়েছে, 21 এর পরিবর্তে আগামী 24 নভেম্বর কাতার পাড়ি দেবেন তৃণমূল বিধায়ক । আগামী 23 নভেম্বর পর্যন্ত মদন মিত্রকে কলকাতায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।