কলকাতা, 29 অগস্ট: কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার রান্নার গ্যাসের দাম কমাতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল ৷ বিজেপি নেতারা যখন কেন্দ্রের এই সিদ্ধান্তকে রাখি পূর্ণিমার উপহার বলে ব্যাখ্যা করছেন, ঠিক সেই সময় এই নিয়ে পালটা তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিরোধীদের ইন্ডিয়া জোটের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
এ দিন কেন্দ্রের এই ঘোষণার বিষয়টি সামনে আসার পর সোশাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানে তিনি লেখেন, ‘‘এখনও পর্যন্ত ইন্ডিয়া জোটের দ্বারা গত দুই মাসে মাত্র দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে এলপিজির দাম 200 টাকা কমেছে৷’’ এর পর তিনি লিখেছেন, ‘‘এটাই হল ইন্ডিয়ার শক্তি ৷’’
কিন্তু মমতার এই পোস্টকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ৷ পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, ‘‘নরেন্দ্র মোদি অন্তর্যামী । সাধারণ মানুষের কষ্টের কথা তিনি অনুভব করেছিলেন ।’’ আর এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই 33 কোটি এলপিজি গ্রাহকদের জন্য এলপিজি সিলিন্ডারের দাম 200 টাকা প্রতি সিলিন্ডার সিলিন্ডার কমানোর জন্য ।’’