কলকাতা, 6 মার্চ: মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য রাজনীতি সরগরম । ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের একটা অংশ এই নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন । এই অবস্থায় বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on DA) । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, রাজ্যের ক্ষমতায় সবচেয়ে বেশি যতটা মহার্ঘ ভাতা দেওয়া যায়, তা দিয়েছেন তিনি । এর চেয়ে বেশি আর তাঁর মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষমতা নেই ।
প্রসঙ্গত, এদিন বিধানসভায় মহার্ঘ ভাতার (Dearness Allowance) প্রসঙ্গ সবার প্রথমে তোলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এরপর মুখ্যমন্ত্রী নিজেই এই প্রসঙ্গে বলতে শুরু করেন । তিনি বলেন, ‘‘আমার যা ক্ষমতা ছিল আমি দিয়েছি । এর থেকে বেশি দিয়ে দেওয়ার ক্ষমতা নেই আমাদের । আমার যা ক্ষমতা ছিল আমি করেছি । লক্ষ্মীর ভাণ্ডারে 60 বছর হয়ে গেলেও এক হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে । এই সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মধুর স্নেহ, অসংখ্য জনকল্যাণমূলক প্রকল্প নিয়েছে । এর চেয়ে বেশি আর দেওয়ার ক্ষমতা নেই ।’’
এদিন তিনি এমন আভাসও দিয়েছেন যে রাজ্য সরকারের ডিএ নিয়ে তেমন বাধ্যবাধকতা নেই । কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা, রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা । একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘বাম আমলে ডিএ দেওয়া হয়নি । আমরা প্রথমে 99 শতাংশ ও পরে 6 শতাংশ ডিএ দিয়েছি । আর কত চাই ! কত পেলে সন্তুষ্ট হবেন ? আমাকে পছন্দ না হলে মুন্ডু কেটে নিন ।’’