পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর হবে গোয়া, ঘোষণা মমতার - Trinamool Congress

গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তিনি লিয়েন্ডার পেজকে পাশে বসিয়ে এই বিষয়টি জানান ৷ লিয়েন্ডার আজই তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷

mamata
mamata

By

Published : Oct 29, 2021, 2:15 PM IST

Updated : Oct 29, 2021, 3:18 PM IST

গোয়া, 29 অক্টোবর : নারীর ক্ষমতায়নের মাধ্যমে গোয়াকে স্বনির্ভর করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার গোয়ায় বসে এই ঘোষণাই করলেন তিনি ৷ পাশাপাশি উদাহরণ দিলেন যে, বাংলার মহিলাদের জন্য তাঁর সরকার ঠিক কী কী কাজ করেছে ৷

জাতীয়স্তরে ক্রমশ শক্তিবৃদ্ধি করছে তৃণমূল কংগ্রেস ৷ গত বিধানসভা নির্বাচনে বাংলায় জয়ের হ্যাটট্রিক করার পর মমতার দল এই উদ্যোগ শুরু করেছে ৷ প্রথম ত্রিপুরা, তার পর গোয়ায় দলের সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে ঘাসফুল শিবির ৷

সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই গতকাল, বৃহস্পতিবার গোয়ায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তাঁর হাত ধরে নাফিসা আলি, লিয়েন্ডার পেজের মতো বেশ কয়েকজন তারকা তৃণমূলে সামিল হন ৷ তার পর লিয়েন্ডারকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা ৷

সেখানেই তিনি গোয়ার মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গ উল্লেখ করেন ৷ তৃণমূল কীভাবে নারীশক্তিকে বারবার এগিয়ে দিয়েছে নির্বাচনী রাজনীতি থেকে সরকারে, সেই কথাও জানান মমতা ৷ এমনকী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলিরও উদাহরণ দেন তিনি ৷

পাশাপাশি তিনি অভিযোগ করেন, গোয়ায় অনেক সম্পদ আছে ৷ কিন্তু এখন গোয়ার দেখভাল কেউ ভালো করে করছে না ৷ তাই তিনি গোয়াকে স্বনির্ভর করতে চান বলে জানান ৷ একই সঙ্গে তাঁর দাবি, দিল্লি থেকে গোয়ার উপর যে দাদাগিরি হয়, তাও তিনি বন্ধ করতে চান ৷ তিনি বলেন, ‘‘দিল্লির দাদাগিরি বন্ধ হওয়া উচিত ৷ গোয়ার নিজের পায়ে দাঁড়ানো উচিত ৷ আমরা সাহায্য করব ৷’’

আরও পড়ুুন : leander Paes joins TMC : দিদির মতো ইয়ং লেডির হাত শক্ত করতেই তৃণমূলে : লিয়েন্ডার

আর কয়েকমাস পরই গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে বিজেপিকে হারাতে চায় তৃণমূল ৷ কিন্তু সেই লড়াইয়ে গোয়ার কোনও দলের সঙ্গে কি মমতা জোট করতে আগ্রহী ? এদিন এই প্রশ্নও ওঠে সাংবাদিক বৈঠকে ৷ মমতা বলেন, ‘‘আমরা আমাদের পথেই চলব ৷ কেউ আমাদের সঙ্গে কাজ করতে চাইলে, তাদের স্বাগত জানাব ৷’’

তবে তিনি জানান, তৃণমূল ভোট ভাগ হোক চায় না ৷ আর গোয়ায় দিল্লির দাদাগিরি, জমিদার মনোভাব চলবে না বলেও তিনি জানান ৷

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে গোয়ায় ভোটের লড়াইয়ে এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম চূড়ান্ত হয়নি ৷ আগামিদিনে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা

Last Updated : Oct 29, 2021, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details