কলকাতা, 13 ফেব্রুয়ারি: 2024 সালের কেন্দ্রে মানুষের সরকার প্রতিষ্ঠা করার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার বিধানসভায় তিনি এই কথা বলেছেন ৷ তাঁর দাবি, দেশে নৈরাজ্যের অবস্থা শেষ করতে মানুষ সরকার প্রতিষ্ঠা করতে হবে ৷ একই সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে যে প্রশ্ন তুলেছেন বিজেপির (BJP) জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), তার প্রেক্ষিতেও বিজেপিকে তিনি কটাক্ষ করেছেন ৷ তাঁর দাবি, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ৷ তিনি পালটা বিএসএফের (BSF) বিরুদ্ধে নিরীহ মানুষকে মেরে ফেলার অভিযোগ করেছেন ৷ প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় সরকার এই নিয়ে নীরব কেন ?
গত 8 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (West Bengal Assembly Budget Session) শুরু হয়েছে ৷ প্রথামাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে অধিবেশন ৷ তার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিধায়করা ৷ সোমবার সেই প্রস্তাব নিয়েই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখানেই তিনি কেন্দ্রের বিরুদ্ধে সরব হন বলে জানা গিয়েছে ৷