কলকাতা, 5 ডিসেম্বর:বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী ৷ বাংলাই এখন ফিল্মের ডেস্টিনেশন ৷ তাই আসুন ৷ দার্জিলিং, কার্শিয়াং, বোলপুর-সহ বাংলার বিভিন্ন প্রান্তে এসে ফিল্ম করুন ৷ মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে চলচ্চিত্র জগতের কাছে এই আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলায় এসে ফিল্ম করার জন্য তিনি আবেদন করেছেন বলিউডের ভাইজানের কাছেও ৷ সলমন খানকে সামনের বছরের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্যও এ দিন আগাম আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
মঙ্গলবার 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "বাংলার মানুষ সিনেমার কদর বোঝে ৷ ফিল্মের ভাষা গ্লোবাল ৷ ফিল্মের ভাষা সব মানুষকে টানে ৷ আমরা সারা বিশ্বের ফিল্ম ভালোবাসি ৷ ফিল্মের ভাষা সর্বজনীন, বিশ্বজনীন, সর্বকালীন ৷"
এ প্রসঙ্গে বলতে গিয়েই মমতা বাংলায় এসে ফিল্ম করার জন্য আবেদন করেন ফিল্ম ফ্রেটারনিটির কাছে ৷ তিনি বলেন যে, "বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী ৷ বাংলাই এখন ফিল্মের ডেস্টিনেশন ৷ আপনারা এসে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বোলপুর ও অন্যান্য জায়গায় ফিল্ম করুন ৷ এ বার আমাদের ফিল্ম সোসাইটিকে আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি হিসেবে গ্লোবাল বিজনেস সামিটেও তুলে ধরেছি ৷"