কলকাতা, 28 অগস্ট: 2024 সালের আগে গ্রেফতার হতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ! এমনই আশঙ্কার কথা শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক সম্পর্কে এমনই আশঙ্কার কথা শোনান তিনি ৷ এ দিন ভাষণ দেওয়ার সময় তাঁর ফোনে আসা একটি মেসেজের কথা মমতা বন্দ্যোপাধ্য়ায় তুলে ধরেন । তিনি বলেন, ‘‘আমার ফোনে কাল একটা মেসেজ আসে । সেখানে বলা হয় অভিষেককে 2024 সালের আগে গ্রেফতার করব ।"
এই গ্রেফতারের প্রসঙ্গে টেনে আনেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কথা । মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "ওর কম্পিউটারে যা ছিল, সব নিয়ে নিয়েছে । কাউকে এক ফোঁটা জানায়নি । নিজের ইচ্ছামতো ঢুকে গিয়েছে, নিজের ইচ্ছে মতো সবকিছু করেছে । তারপর কতগুলো ফাইল সেটা নিজেরা তৈরি করে নিয়ে গিয়ে ওই কম্পিউটার ভেতরে ঢুকিয়ে দিয়েছে ।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা সেই সব তথ্য বের করে নিয়েছি । যে এইগুলো তোমরা কম্পিউটারে ঢুকিয়েছো, ওর কম্পিউটারে ঢোকানোও ছিল না । সময় দিয়ে সব তথ্য বের করেছি আর এই কারণেই ডায়েরি করা হয়েছে ।" তবে মমতার অভিযোগ, যিনি ডায়েরি করেছেন, তাঁকেও নাকি গ্রেফতার করা হবে । এই নিয়ে মমতার হুঁশিয়ারি, ‘‘সবাইকে গ্রেফতার করো । একদিন দেখবে গ্রেফতার করতে করতে তোমাদের জেল তোমাদেরকে নিয়েই ভরে গিয়েছে ।"
আরও পড়ুন:আমি আসার পরদিনই ইডিকে পাঠিয়েছে তল্লাশির জন্য, অভিষেকের নিশানায় বিজেপি