কলকাতা, 11 সেপ্টেম্বর: শনিবার মধ্যরাতে নবান্নে পাঠানো চিঠিতে কী লিখেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ? এই নিয়ে গত দুদিন ধরে চলছে জল্পনা ৷ আজও চিঠির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেননি রাজ্যপাল ৷ তবে এ বার সেই গোপন রহস্যের উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানালেন, রাজ্যপালের চিঠির বিষয়বস্তু ৷
রাজ্যপাল বা রাজ্য সরকারের পক্ষ থেকে সেই চিঠির বিষয়বস্তু ধোঁয়াশাতেই রাখা হয়েছিল ৷ এই নিয়ে আজ রাজ্যপালকে সরাসরি প্রশ্ন করা হলে, তিনিও তা নিয়ে রহস্য উন্মোচন করেননি ৷ রাজ্যপাল শুধু বলেছেন যে, "গোপন জিনিস গোপন থাকা ভালো । আমি চিঠি পাঠিয়েছি, কারণ আমি কিছু জানাতে চেয়েছিলাম । রাজ্যকে যা পাঠানো হয়েছে, সেটা নিয়ে এখন আলোচনার সময় নয় ৷ তার কারণ মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন । আমি তাঁকে নতুন করে টেনশন দিতে চাই না । এই বিষয় প্রাপক উত্তর দিতে পারেন ।"
রাজ্যপাল জল্পনা জিইয়ে রাখার পর এ নিয়ে নবান্নতে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ তিনি জবাবে যা বললেন, তাতে আদৌ জল্পনা কতটা কাটল তা নিয়ে মতভেদ থেকে যাচ্ছে ৷ কারণ মমতার দাবি, বিদেশ সফরে যাওয়ার আগে তাঁকে শুভকামনা জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যপাল ৷ এটাই সেই চিঠির বিষয়বস্তু ৷ তবে এর থেকে বেশি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "এটা ব্যক্তিগত চিঠি ৷ এর সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই ৷"
আরও পড়ুন:অকারণে বারবার অভিষেককে হেনস্থা করছে, এটা প্রতিহিংসার রাজনীতি: মমতা
একইসঙ্গে, এ দিন তাৎপর্যপূর্ণভাবে উপাচার্য নিয়ে রাজভবনের সঙ্গে সংঘাত আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন আগেই এই উপাচার্য নিয়ে সংঘাতের কথা বলতে গিয়ে রাজভবনের বাইরে ধরনার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী । তবে এ দিন বিদেশ সফরের আগে রাজভবন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল অন্য সুর । এ ক্ষেত্রে তাঁর বক্তব্য, ফিরে এসে রাজভবনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হবে ।