পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cabinet Reshuffle : মন্ত্রিসভার রদবদলে 3 মন্ত্রীকে বাড়তি দায়িত্ব, অর্থের উপদেষ্টা অমিত - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতরের ভার নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে ৷ পুর ও নগরোন্নয়ন দফতর সামলানোর পাশাপাশি অর্থ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাবেন চন্দ্রিমা ৷

Cabinet Reshuffle
Cabinet Reshuffle

By

Published : Nov 9, 2021, 3:51 PM IST

Updated : Nov 9, 2021, 5:11 PM IST

কলকাতা, 9 নভেম্বর : প্রত্যাশা মতোই ছোট করে রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হল ৷ অতি সম্প্রতি সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে পঞ্চায়েত দফতর ফাঁকা হয়ে যায় ৷ ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৷ পাশাপাশি অর্থমন্ত্রী অমিত মিত্র নির্বাচনে না লড়লেও তাঁকে অর্থমন্ত্রী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু উপনির্বাচনে অমিতবাবু না লড়ায় নিয়মমাফিক তাঁর মন্ত্রীত্বের মেয়াদ শেষ হওয়ার পথে ৷ তাই এই শূন্যস্থানগুলি ভরাট করা গুরুত্বপূর্ণ ছিল মুখ্যমন্ত্রীর কাছে ৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অর্থ, পঞ্চায়েত ও ক্রেতা সুরক্ষা দফতরের ভার অন্য তিন মন্ত্রীর হাতে তুলে দেন মমতা ৷ যদিও অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতরের ভার নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ভোটে না লড়লেও একপ্রকার জোর করেই অমিত মিত্রকে অর্থ দফতর সঁপেছিলেন মমতা ৷ শারীরিক কারণে ভোটে দাঁড়াননি অমিতবাবু ৷ একই কারণে তাঁর পুরোনো কেন্দ্র খড়দায় উপনির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি ৷ ফলে অর্থ দফতর থেকে তাঁর সরে যাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা ৷ মঙ্গলবার তাতেই সরকারিভাবে সিলমোহর পড়ল ৷

আরও পড়ুন :Mamata Banerjee : বিধানসভায় নাম না করে রাজ্যপাল-শুভেন্দুদের নিশানা করলেন মমতা

তবে মন্ত্রীত্ব গেলেও অর্থ দফতর থেকে অমিত মিত্রকে সরাচ্ছেন না মুখ্যমন্ত্রী ৷ তাঁকে অর্থ দফতরের উপদেষ্টা হিসেবে রেখে দেওয়া হচ্ছে ৷ নবান্ন সূত্রে খবর তাঁর পরামর্শেই অর্থ দফতর চালাবেন মুখ্যমন্ত্রী ৷ অবশ্য এই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্যকে ৷ পুর ও নগরোন্নয়ন দফতর সামলানোর পাশাপাশি অর্থ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাবেন চন্দ্রিমা ৷

সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে ফাঁকা পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হল পুলক রায়কে ৷ তিনি জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাশাপাশি বাড়তি এই দফতরের দায়িত্বও সামলাবেন ৷ পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না ৷ জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্রেতা সুরক্ষা দফতরের ভার দেওয়া হল ৷ শিল্প পুনর্গঠনের দায়িত্ব পাচ্ছেন রাজ্যের আর এক হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে বাড়তি স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্ব দেওয়া হয়েছে ৷

তবে চন্দ্রিমা, মানস ও পুলককে দেওয়া এই বাড়তি দায়িত্ব সাময়িক কিনা তা অবশ্য পরিষ্কার হয়নি ৷

আরও পড়ুন :Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার

Last Updated : Nov 9, 2021, 5:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details