কলকাতা, 24 ফেব্রুয়ারি : বেসরকারি ব্যাঙ্কগুলিকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুরের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্য সরকার গ্যারান্টার হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসছে না অধিকাংশ বেসরকারি ব্যাঙ্কগুলি । কয়েকদিন আগেই এই মর্মে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী । নরমে-গরমে তাদের বুঝিয়েও কোনও লাভ হয়নি । আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফের সেই প্রসঙ্গ তুলে আনলেন তিনি ৷ ছাত্র-ছাত্রীদের ঋণদানের জন্য বেসরকারি ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসার জন্য আবেদন জানান ।
তবে পূর্বের মতো কঠিন স্বরে না হলেও মমতা বুঝিয়ে দেন, যদি ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্কগুলি ঋণ দেয় তাতে উভয়েরই সুবিধা । যেমন, ঋণ কাজে লাগিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা আগামী দিনে সামনের সারিতে উঠে আসতে পারবে ৷ তেমনই ব্যাঙ্কের হাতে জমানো অর্থ বাজারে খাটাতে না পারলে তাদের ঘরেও লাভ উঠবে না । কাজেই দুই পক্ষের স্বার্থের কথা ভেবেই এই ঋণ দেওয়ার বিষয়ে এগিয়ে আসা উচিত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী ।
একইসঙ্গে ব্যাঙ্কগুলিকে আশ্বস্ত করে তিনি বলেন, "এই প্রকল্পে সরকার গ্যারেন্টার । তাই আপনারা এগিয়ে আসুন । এটা আর্জি অফ দ্য পিপল । টাকা ঘরে রেখে দিয়ে কোনও লাভ নেই। অর্থনীতি তখনই পুষ্ট হয় যখন মানুষের হাতে টাকা থাকে ।" অতীতে মুখ্যমন্ত্রীকে বারবার এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ব্যাঙ্কের অসহযোগিতার নিয়ে সরব হতে দেখা গিয়েছে । একরকম উষ্মা প্রকাশ করেই রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে বেশি করে ঋণ দেওয়ার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী ।