পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagadhatri Puja 2022: 'সঙ্গে থাকুন, খারাপ সময় এলেও দিদি পাশে থাকবে', অভয়বার্তা মমতার - osta Bazar Merchant Association

পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন,"অ্যায়সেহি হামারে সাথ রহিয়ে। আপ দেখিয়ে আপকা কভি বুরা দিন নেহি আয়েঙ্গে। আপকা অগর বুরা দিন আ জায়ে তো দিদি আপকা পাস রহেগা।"

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 31, 2022, 6:35 AM IST

কলকাতা, 31 অক্টোবর:পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) উদ্বোধনে এসে একসঙ্গে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রতি বছরের মতো এবারও উত্তর কলকাতায় পোস্তায় ব্যবসায়ী সমিতির পুজো উদ্বোধন (Posta Bazar Merchant Association) করতে এসে সহাবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay), রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) , শশী পাঁজা এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন,"অ্যায়সেহি হামারে সাথ রহিয়ে। আপ দেখিয়ে আপকা কভি বুরা দিন নেহি আয়েঙ্গে। আপকা অগর বুরা দিন আ জায়ে তো দিদি আপকা পাস রহেগা।" অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন , "প্রতি বছরের মতো শুভেচ্ছা জানাতে এসেছি । এবার একইসঙ্গে ছটপুজোও। আমি ছটপুজোর উদ্বোধন করেছি। হেস্টিংস ঘাটের পর দইঘাটেও গিয়েছি। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনও করলাম। সব উৎসব ঠিকমতো সম্পন্ন হয়েছে । আমি খুব খুশি। বিশ্বে একটাই জায়গা আছে যেখানে সমস্ত উত্‍সবকে সমান সম্মান দেওয়া হয়, সেটা বাংলা। ছট পুজোতে দু'দিন ছুটি দেওয়া হয়। বিহারের মানুষ, উত্তর প্রদেশের মানুষ, সারা দেশকে বলতে চাই আপনাদের যা ধর্ম আমারও সেটাই ধর্ম, আপনাদের যা উত্‍সব, আমাদেরও তাই উত্‍সব।

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মমতা, আছেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ও

আরও পড়ুন: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কোন কোন ট্রেন বৃদ্ধি করল পূর্ব রেল ?

পোস্ত বাজারকে মিনি ভারত বলে উল্লেখ করে মমতা বলেন, "পোস্তায় সব বর্ণের, সব জাতির মানুষ থাকেন। এখানে কোনও ভেদাভেদ নেই। পঞ্জাব, গুজরাট, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, কেরল, তেলঙ্গানা থেকে শুরু করে অন্ধ্র প্রদেশ-সহ আরও বহু রাজ্যের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকেন। এভাবেই আগামীতেও থাকবেন। পাশাপাশি কোনওরকম প্ররোচনায় পা না দেওয়ার কথাও বলেছেন তিনি। তাঁর সতর্কবার্তা, "কেউ খুব গন্ডগোল করতে চাইছে। আপনারা সতর্ক থাকুন প্ররোচনায় পা দেবেন না।"

ABOUT THE AUTHOR

...view details