কলকাতা, 26 এপ্রিল: গঙ্গা ভাঙন নিয়ে মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ধমক খেলেন সেচ ও জলপথ পরিবহণ মন্ত্রী পার্থ ভৌমিক ৷ ভাঙন রোধে কেন্দ্রের তরফে কোনও অর্থ বরাদ্দ না হওয়ার পরও রাজ্য সরকার এই নিয়ে কাজ করবে বলে কেন পার্থ মন্তব্য করেছেন, বুধবার সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷
নবান্নর সভাঘরে বুধবার দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায়ের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ অন্য মন্ত্রীরাও সেখানে ছিলেন ৷ সেখানেই বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার সময় হঠাৎ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি পার্থ ভৌমিকের একটা বক্তব্য দেখেছি যে গঙ্গা ভাঙন রোধ আমরাই হাতে নিয়ে করব ৷ এটার ব্যাপারে কোনও ছাড়পত্র তো আসেনি ৷ বললে লোকের আশা জাগে ৷ তোমরা তো একটি বিবৃতি দিয়ে খালাস ৷’’
এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘‘আমি এটা করি না ৷ আমি যেটার টাকা আছে, সেটাই করব ৷ খবরের জন্য বাড়তি কথা বলব না ৷’’ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘কেলেঘাই কপালেশ্বরীর টাকাও ওরা দেয়নি ৷ আমরাই করেছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান 30 বছর ধরে পড়ে আছে ৷ আমরা বারবার বলেছি ৷ যারা একশো দিনের টাকা দেয় না, তারা ভগবানগোলা, মালদায় ভাঙনের টাকা দেবে, এটা ভাবলে কী করে ?’’