পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: ইমপিচমেন্ট ছাড়া কমিশনারকে সরানো যাবে না, পটনা উড়ে যাওয়ার আগে স্পষ্ট বার্তা মমতার - রাজ্য নির্বাচন কমিশনারকে পদ

রাজ্যপালের পদক্ষেপ অসাংবিধানিক বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে, যখন খুশি ইচ্ছে মতো রাজ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানো যায় না বলেও সাফ জানান মমতা ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Jun 22, 2023, 3:24 PM IST

Updated : Jun 22, 2023, 5:54 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

কলকাতা, 22 জুন: রাজ্যপালের পদক্ষেপ 'অসাংবিধানিক' বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একইসঙ্গে, যখন খুশি ইচ্ছেমতো রাজ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানো যায় না বলেও সাফ জানান মমতা ৷ বৃহস্পতিবার পটনায় বিরোধীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যপাল-রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্য নির্বাচন কমিশনার পদটি সাংবিধানিক ৷ তাঁকে অপসারিত করতে হলে ইমপিচমেন্ট পদ্ধতিতে এগোতে হবে ৷

বুধবার রাজ্য নির্বাচন কমিশন নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির করা একটি মন্তব্যের পরই রাতে ময়দানে নামেন খোদ রাজ্যপাল আনন্দ বোস ৷ তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার জয়েনিং লেটার নবান্নে ফেরৎ পাঠান রাজ্যপাল ৷ যার জেরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের অশনি সংকেত দেখা দিয়েছে ৷ নতুন করে রাজ্য এবং রাজ্যপাল সংঘাতের আবহও তৈরি হয় ৷ বিষয়টি যে একেবারেই ভালো চোখে দেখবে না রাজ্য সরকার তা ওইদিন রাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ আর এদিন সেই ছবি কার্যত সাফ হয়ে গেল খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে ৷ তিনি যে রাজ্যপালের ভূমিকায় যথেষ্ট রুষ্ট তাও ঠারোঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি ৷ এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে নাম না করেও রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী ৷

রাজ্যপাল আনন্দ বোস যেভাবে রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার ফেরৎ পাঠিয়ে দিয়েছিলেন নবান্নে তা নজিরবিহীন বলছে ওয়াকিবহল মহল ৷ এমন পদক্ষেপ রাজ্যপাল নিতে পারেন কি না, তা নিয়েও বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন ৷ আর এসব কিছুর মধ্যেই মুখ খুললেন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের কাছে এমন কোনও তথ্য নেই ৷ এগুলো জীবনে কোনওদিন হয়নি ৷ এগুলো অসাংবিধানিক, অভূতপূর্ব ৷ নির্বাচন কমিশনকে সরাতে গেলে ইমপিচমেন্ট করতে হবে ৷ এটা সাংবিধানিক পদ ৷ কোনও সহজ রাস্তা নয় ৷ যা খুশি তাই করা যায় না ৷" একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের অনুমোদনেই রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছেন ৷

আরও পড়ুন: অভূতপূর্ব সংকট, রাজ্যপালের সিদ্ধান্তে রাজীবার নিয়োগই প্রশ্নের মুখে: অশোককুমার গঙ্গোপাধ্যায়

এদিন সকালে রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্যপালের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন রাজীবা সিনহা ৷ আর তার কয়েক ঘণ্টার মধ্যে রাজীবা সিনহার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, "রাজনৈতিকভাবে লড়াই করতে না-পেরে এখন এসব করছে ৷ মানুষ এর জবাব দেবে ৷ কমিশন নিজের মতো কাজ করবে ৷ এত শান্তিপূর্ণ নমিনেশন কোথাও হয়নি, কখনও হয়নি ৷ যত বাংলাকে অপমান করবে, তার জবাব দেবে মানুষ ৷ যাই করুক শেষ কথা বলবে মানুষ ৷ ভোটে জিতব আমরাই ৷"

Last Updated : Jun 22, 2023, 5:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details