পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata and IPAC : আইপ্যাক নিয়ে 'রা' কাড়লেন না মমতা, এড়ালেন পার্থও, সমস্যার বীজ কি আরও গভীরে ? - Candidate list of TMC

গোটা ঘটনার নেপথ্যে রয়েছে পৌরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা (Candidate list of TMC) ও তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও ক্ষোভ ৷

Mamata on IPAC
আইপ্যাক নিয়ে রা কাড়লেন না মমতা

By

Published : Feb 7, 2022, 10:27 PM IST

Updated : Feb 8, 2022, 3:11 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : আইপ্যাক নিয়ে প্রশ্নের জবাব এড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee refuses to answer question on IPAC) ৷ সোমবার লখনউ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ৷ আইপ্যাকের সঙ্গে তৃণমূলের চুক্তি সংক্রান্ত প্রশ্ন করা হলে এদিন তৃণমূল সুপ্রিমো সাংবাদিকদের উদ্দেশে বলেন, "এই নিয়ে প্রশ্ন করবেন না । এটা দলের অভ্যন্তরীণ বিষয় নয় ৷ দলীয় কোনও ইস্যুতে আলোচনা হলে তখন বলব ।"

তৃণমূলের সঙ্গে আইপ্যাকের বর্তমান সমীকরণ (TMC and IPAC present equation) এখন বঙ্গ রাজনীতির অন্যতম চর্চার বিষয় ৷ সূত্রের খবর, পৌরভোটের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে আইপ্যাকের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ দলের ওয়েবসাইটে ভুল প্রার্থী তালিকা দেওয়া নিয়ে প্রশান্ত কিশোরের সংস্থাকেই কাঠগড়ায় তুলছে তৃণমূলের একাংশ ৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সংস্থাটির সঙ্গে তৃণমূল চুক্তি বাতিল করতে পারেও খবর ৷ এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের প্রশ্নের উত্তর না দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

ভোট কুশলী হিসাবে প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একসঙ্গে যাত্রা শুরু 2019 সালের লোকসভা নির্বাচনের পর থেকে । তখন বিরোধীদের তরফ থেকে অনেকেই বলেছিলেন একবগ্গা মমতা বন্দ্যোপাধ্যায় কোনওভাবেই প্রশান্ত কিশোরের কথা মেনে চলবেন না । তারপর দেখতে দেখতে প্রায় আড়াই বছর অতিবাহিত । প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অভাবনীয় জয় এনে দিয়েছে । এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের নেত্রী হিসাবে উপস্থাপনে অনেকেই ঘুরিয়ে প্রশান্ত কিশোরের মাথা দেখছিলেন । কিন্তু সেই বোঝাপড়ায় সম্ভবত তাল কাটছে এখন । যত দিন এগোচ্ছে ততই আইপ্যাক নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভ বাড়ছে বলে খবর । তাই আইপ্যাকের সঙ্গে ঘাসফুলের সম্পর্ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে অনুমান ।

আরও পড়ুন : আইপ্যাক ও তৃণমূলের সম্পর্কের কি শেষের শুরু, তালিকা বিভ্রাটে বাড়ছে জল্পনা

রবিবারই এক টেলিভিশন সাক্ষাত্‍কারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, একুশের নির্বাচনের আগে আইপ্যাক বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে বড় ভূমিকা নিয়েছিল । তারপরেই মমতা এই অবস্থান জল্পনা আরও বাড়াচ্ছে ৷ এদিন অন্য এক সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও আইপ্যাক নিয়ে প্রশ্ন করা হয়েছিল ৷ জবাবে পার্থ জানান,পার্টি আর আইপ্যাক এক নয় । তিনি পার্টি করেন । আইপ্যাকের ব্যাপারে তিনি কিছু জানেন না । পৌরভোটের যে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে এত বিক্ষোভ তা নিয়ে এদিন মমতা বক্তব্যেই স্পষ্ট, পার্থ-বক্সীদের তালিকাই চূড়ান্ত তালিকা । যদিও পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর প্রকাশিত তালিকা প্রসঙ্গে রবিবার এক সাক্ষাৎকারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেছিলেন, "বক্সী-পার্থদের তালিকাতেও ভুল রয়েছে ।" কেমন ভুল ? তার উদাহরণ হিসাবে বজবজের দুটি ওয়ার্ডের কথা উল্লেখ করে অভিষেক ৷ বলেন, একটি ওয়ার্ডে মৃত মানুষকে প্রার্থী করে দেওয়া হয়েছে । অন্য একটি ওয়ার্ডে এবার তফসিলি মহিলা সংরক্ষিত, সেখানে পুরুষ প্রার্থী দিয়ে দেওয়া হয়েছে । যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বক্তব্য প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল মহাসচিব । তিনি বলেন, "দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না ।"

Last Updated : Feb 8, 2022, 3:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details