কলকাতা, 21 ফেব্রুয়ারি:ভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভর্ৎসনার মুখে পড়লেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna) ৷ মঙ্গলবার তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ওয়াটারকে (জল) কেউ পানি বলে এটা আপনাকে মেনে নিতে হবে ৷ মাকে আম্মা বলে, এটা মেনে নিতে হবে ৷’’
21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2023) ৷ এই দিনটিকে প্রতিবছরই যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করে পশ্চিমবঙ্গ সরকার ৷ মূলবক্তা মুখ্যমন্ত্রী হলেও উপস্থিত থাকেন বাংলার সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত-সহ বিভিন্ন জগতের শিল্পীরা ৷ এদিনের অনুষ্ঠানেও অনেক বিশিষ্ট বাঙালি উপস্থিত ছিলেন ৷ তাঁদের মধ্যে ছিলেন শিল্পী শুভাপ্রসন্নও ৷
তিনি ভাষণ দিতে গিয়ে বাংলা ভাষার (Bengal Language) বিশুদ্ধতার পক্ষে সওয়াল করেন ৷ বলেন, ‘‘আমরা ক্রমশ বাংলার ভাষার উচ্চারণ, বাংলা ভাষার তাৎপর্য, বাংলা ভাষার বৈশিষ্ট্য - এর থেকে সরে আসছি ৷’’ তিনি স্বামী বিবেকানন্দের উদাহরণ টানেন ৷ স্বামীজি বাংলা ভাষা সম্পর্কে কী বলেছিলেন সেকথাও উল্লেখ করেন ৷ তাঁর কথায়, কলকাতার ভাষার সঙ্গে অন্যান্য জায়গার ভাষা মিশে যাওয়াকেই বাংলা ভাষা বলেছিলেন স্বামীজি ৷