কলকাতা, 10 এপ্রিল: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আই লাভ কেওড়াতলা মহাশ্মশান লেখা । কিন্তু এই ভাইরাল দৃশ্যটির বাস্তবতা নিয়ে উঠছে প্রশ্ন । বাস্তবে যার কোনও অস্তিত্বই নেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক প্রচার ৷ একই সঙ্গে চলছে শাসকদলকে নিয়ে খিল্লি । সোমবার এই নিয়েই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
যেভাবে এই বিষয়টিকে গোটা রাজ্যে সুপরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তার কঠোরভাবে নিন্দা করেছেন তিনি । একইসঙ্গে মিথ্যে সংবাদ প্রচার নিয়েও সরব বাংলার মুখ্যমন্ত্রীর মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে যে বাংলাকে নিশানা করা হচ্ছে তাও জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন তিনি বলেন, "গত কয়েকদিন ধরে একটা ভুয়ো খবর রটছে । কোনও ভুয়ো খবর বরদাস্ত করা হবে না । কেউ শ্মশানকে ভালোবাসতে পারে ? শ্মশান তো শেষের জায়গা । হৃদয় বিদারক বিচ্ছেদের জায়গা । সেই জায়গাকে কেউ ভালবাসতে পারে ?" মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই কেওড়াতলা মহাশ্মশানে এই ধরনের কোনও ফলক বানানো হয়নি । এই বিষয়টি কারা ছড়াচ্ছে তা দেখার জন্য কলকাতার পুলিশ কমিশনারকেও নির্দেশ দিয়েছেন তিনি ।
তাঁর কথায়, "আমাকে বদনাম করতেই পারেন । আমার নামে কুত্সা করতে পারেন । কিছু মনে করব না । কিন্তু ভুয়ো খবর বরদাস্ত নয় । ভুয়ো খবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । যারা বার্নিং ঘাট নিয়ে এসব করে তাঁদের আমি ধিক্কার জানাই ।" এদিকে সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই কারা এই ধরনের প্রচার চালাচ্ছে তা খুঁজে বের করতে তৎপর হয়েছে পুলিশ । যতদূর জানা যাচ্ছে, সোশাল মিডিয়ায় এই পোস্টটি যে বা যারা করেছেন কী উদ্দেশ্য নিয়ে তাঁরা এই পোস্ট করেছেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে ।
আরও পড়ুন :বিতর্কে 'আই লাভ আসানসোল' সেলফি জোন