পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Reaction : আগে নিজের দিকে তাকান, আগুন নিয়ে খেলবেন না, শাহের ইটের পাল্টা পাটকেল মমতার - Amit Shah on CAA

সিএএ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee reacts on comment of Amit Shah about CAA) ৷ বলেছেন, "রোজকার মিথ্যেচারকে আমি ভ্রষ্টাচার মনে করি । নাগরিকত্বের নাম করে এ ভাবে কাউকে অপমান করার অধিকার নেই ।"

mamata slams amit shah
শাহের ইটের পাল্টা পাটকেল মমতার

By

Published : May 5, 2022, 10:09 PM IST

Updated : May 5, 2022, 10:26 PM IST

কলকাতা, 6 মে: সকালে নাম না-করে খোঁচা, আর বিকেলে নাম করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের দায়িত্ব স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে অমিত শাহের উদ্দেশ্যে প্রথম আক্রমণটা শানিয়েছিলেন মমতা ৷ বলেছিলেন, "বাংলায় যেও না খুন হয়ে যাবে, এই কথা কেউ বললে আমার গায়ে লাগে । বাংলার অবস্থা এমন নয়। অথচ বাংলাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত চলছে ।" আর এদিন বিকেলে সরাসরি নাম করেই কটাক্ষের সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুঝিয়ে দিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তাঁর নয় । গোটা দেশে কী হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেটা দেখার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷

আরও পড়ুন : করোনা মিটলেই সিএএ, রাজ্যে এসেই ঘোষণা অমিত শাহের

এদিন মেট্রোপলিটনে তৃণমূলের অস্থায়ী রাজ্য দফতরে বসে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ নাগরিকত্ব আইন থেকে শুরু করে, চোরাচালান এবং সিন্ডিকেট রাজ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবে এদিন সরাসরি অমিত শাহকে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী । সীমান্তরক্ষী বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, "চোরা চালান, অনুপ্রবেশের মতো অপরাধ স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া আটকানো যায় না । খুব তাড়াতাড়ি সেই রাজনৈতিক পরিস্থিতিও তৈরি হয়ে যাবে বাংলায় ।" এর জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন (Mamata Banerjee reacts on comments of Amit Shah), "মিস্টার অমিত শাহ, হোম মিনিস্টার হিসেবে আমি আপনাকে সম্মান করি । আপনিও নাগরিক, আমিও নাগরিক । সেই হিসেবে সম্মান করি । কিন্তু আগুন নিয়ে খেলবেন না । বাংলায় বিএসএফ রাজ চালাবেন না । আপনার কাজ সীমান্তে গরু পাচার আটকানো, অনুপ্রবেশ রুখে দেওয়া—আপনি সেটা করুন । রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আপনার নয় ।"

আরও পড়ুন : বাংলাকে কালিমালিপ্ত করতে চক্রান্ত চলছে, শাহকে নিশানা মমতার

শিলিগুড়িতে গিয়ে এদিন কাটমানি নিয়েও তৃণমূলকে দুষেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বলেছেন,"এখনও বাংলায় কাটমানি ও সিন্ডিকেটরাজ চলছে । ভেবেছিলাম, মমতা দিদি শুধরে যাবেন । কিন্তু বাংলার মানুষের রায়ে তৃতীয়বার ক্ষমতায় এসেও শোধরাননি ।" শাহকে এর পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, "জনগণের পকেট থেকে যে টাকা কাটা হচ্ছে, সেটার নাম কী? কাটমানি না ছাঁটমানি? প্রতিদিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে । 700 ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেই টাকাটা কোথায় যাচ্ছে? 17 লক্ষ কোটি টাকা ! জন-সাধারণের পকেট কাটলে কী বলা হয়, পকেটমার? নাকি পকেট কাটলে পকেট কাট বলা যায় না? কাটমানির সংজ্ঞাটা কী? আগে নিজেদের দিকে তাকান । "

বঙ্গ সফরে এসে এদিন অমিত শাহ জানিয়েছেন করোনা কমলেই কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ (Amit Shah on CAA) ৷ এই প্রসঙ্গে শাহকে পাল্টা তাচ্ছিল করেছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, "সিএ মানে উনি চাটার অ্যাকাউটেন্টের কথা বলছেন! দেশে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের প্রয়োজন আছে । রোজকার মিথ্যেচারকে আমি ভ্রষ্টাচার মনে করি । আমি তো বাংলার সকলকে নাগরিক বলেই মনে করি । নইলে ভোট দিলেন কী করে? যদি নাগরিকই না হন, তাহলে প্রধানমন্ত্রী নির্বাচন করলেন কীভাবে । নাগরিকত্বের নাম করে এ ভাবে কাউকে অপমান করার অধিকার নেই ।"

Last Updated : May 5, 2022, 10:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details