পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee on Kashmir-Manipur: প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে কাশ্মীর-মণিপুরের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা - বাংলার মুখ্যমন্ত্রী

স্বাধীনতার 76 বছর পরও যে দেশে রাজনৈতিক স্বাধীনতা নেই ৷ এই অভিযোগেই এদিন সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Etv Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Aug 14, 2023, 10:07 PM IST

কলকাতা, 14 অগস্ট: সোমবার সন্ধ্যায় বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে আরও একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্রের শাসনে মানুষের স্বাধীনতা বিপন্ন, এই অভিযোগেই আরও একবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী । স্বাধীনতার 76 বছর পরও যে দেশে রাজনৈতিক স্বাধীনতা নেই, কাশ্মীর এবং মণিপুরে যে অবস্থা রয়েছে এখন তাকে কি স্বাধীনতা বলা যায়, একাধিক প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কী করে আজকের ভারতকে স্বাধীন বলা যায়। স্বাধীন থেকেও আমরা পরাধীন। এটা সবথেকে লজ্জার।" মমতার প্রশ্ন, "কাশ্মীরে স্বাধীনতা আছে ? মণিপুরে যা চলছে তাকে স্বাধীনতা বলা যায় ? আজ মণিপুর কাঁদছে, কাশ্মীর কাঁদছে। মণিপুরে স্বাধীনতা নেই, কাশ্মীরে স্বাধীনতা নেই ।" মমতা এদিন কাশ্মীর নিয়ে প্রশ্ন তুলে বলেন, "কাশ্মীর আজ স্বাধীন না পরাধীন, কার আন্ডারে আছে ? মণিপুর আজ স্বাধীন না পরাধীন ? এমনকr বাচ্চাদের একটু দুধ পর্যন্ত পাচ্ছে না । পানীয় জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না । আমি যেতে চেয়েছিলাম মণিপুরে, আমাকে যেতে দেওয়া হয়নি । আমার টিম গিয়েছিল । আজকে স্বাধীনতার আগের দিনে বলি। কাশ্মীরের জন্য আমার মন কাঁদছে। আমার মন কাঁদছে মণিপুরের জন্য । আমার মন কাঁদছে ভারতবর্ষের জন্য।"

এদিন বক্তব্য রাখতে উঠে মমতা বলেন, "আমরা কি আর স্বাধীন ! রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল। এখন আর ততটা নেই। এখন পেগাসাস আমাদের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই যে রাজ্য সরকারগুলোকে সাধারণ মানুষ কষ্ট করে ভোট দিয়ে জেতাচ্ছে, আমাদের কাজ করতে দেয় কেন্দ্র ? কাজ করতে দেয় না। কথায় কথায় বুলডোস করে আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দেয়। কথায় কথায় বুলডোস করে আমাদের টাকা আটকে দেয়।"

এদিন রাজ্যের বিরুদ্ধে বঞ্চনা নিয়েও ফের একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "সব রাজ্যকে কেন্দ্র টাকা দেয়। শুধু বাংলার জন্য টাকা নেই। সব রাজ্যকে টাকা দিলেও, বাংলাকে বঞ্চনা কেন ?" মমতার অভিযোগ, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র । বাংলার বাড়ি প্রকল্পে টাকাও বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, একাধিক প্রকল্পের প্রাপ্য টাকা আটকে দিয়েছে বলে কেন্দ্রকে নিশানা করেন তিনি। মমতা বলেন, "প্রধানমন্ত্রীর সঙ্গে চার-পাঁচ বার দেখা করেছি । বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমাদের মন্ত্রী-সংসদরাও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে বকেয়া প্রাপ্য মেটানোর আর্জি জানিয়েছে। কিন্তু তারপরেও কোনও লাভ হয়নি। এই রাজ্য থেকে করের টাকা তুলে নিয়ে গেলেও রাজ্যকে তার প্রাপ্য দিচ্ছে না কেন্দ্র। বাংলাকে টাকা দিতে কিসের এত আপত্তি !"

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানাতে ভোলেননি, শুধু বাংলা নয় মোদি সরকারের শাসনে দেশের স্বাধীনতা বিপন্ন। মমতার কথায়, "কে কী খাবে, কে কী করবে-সব তুমি ঠিক করে দেবে! এভাবে দেশ চলতে পারে না।" এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির প্রসঙ্গ তুলে বলেন, "ওরা এনআরসি নিয়ে এসেছিল। দিয়েছি বারোটা বাজিয়ে। আবার ইউনিভার্সাল সিভিল কোড নিয়ে আসছে। মনে রাখবেন আমরা মানব না। আমরা ভেদাভেদ মানব না ৷ আজকের দিনে দাঁড়িয়ে বলে যাচ্ছি।"

আরও পড়ুন: যাদবপুর এখন আতঙ্কপুর, ছাত্রের রহস্যমৃত্যু নিয়ে মমতার নিশানায় মার্কসবাদীরা

ABOUT THE AUTHOR

...view details