কলকাতা, 14 অগস্ট: সোমবার সন্ধ্যায় বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে আরও একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন্দ্রের শাসনে মানুষের স্বাধীনতা বিপন্ন, এই অভিযোগেই আরও একবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী । স্বাধীনতার 76 বছর পরও যে দেশে রাজনৈতিক স্বাধীনতা নেই, কাশ্মীর এবং মণিপুরে যে অবস্থা রয়েছে এখন তাকে কি স্বাধীনতা বলা যায়, একাধিক প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কী করে আজকের ভারতকে স্বাধীন বলা যায়। স্বাধীন থেকেও আমরা পরাধীন। এটা সবথেকে লজ্জার।" মমতার প্রশ্ন, "কাশ্মীরে স্বাধীনতা আছে ? মণিপুরে যা চলছে তাকে স্বাধীনতা বলা যায় ? আজ মণিপুর কাঁদছে, কাশ্মীর কাঁদছে। মণিপুরে স্বাধীনতা নেই, কাশ্মীরে স্বাধীনতা নেই ।" মমতা এদিন কাশ্মীর নিয়ে প্রশ্ন তুলে বলেন, "কাশ্মীর আজ স্বাধীন না পরাধীন, কার আন্ডারে আছে ? মণিপুর আজ স্বাধীন না পরাধীন ? এমনকr বাচ্চাদের একটু দুধ পর্যন্ত পাচ্ছে না । পানীয় জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না । আমি যেতে চেয়েছিলাম মণিপুরে, আমাকে যেতে দেওয়া হয়নি । আমার টিম গিয়েছিল । আজকে স্বাধীনতার আগের দিনে বলি। কাশ্মীরের জন্য আমার মন কাঁদছে। আমার মন কাঁদছে মণিপুরের জন্য । আমার মন কাঁদছে ভারতবর্ষের জন্য।"
এদিন বক্তব্য রাখতে উঠে মমতা বলেন, "আমরা কি আর স্বাধীন ! রাজনৈতিক স্বাধীনতা আমাদের ছিল। এখন আর ততটা নেই। এখন পেগাসাস আমাদের রাজনৈতিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই যে রাজ্য সরকারগুলোকে সাধারণ মানুষ কষ্ট করে ভোট দিয়ে জেতাচ্ছে, আমাদের কাজ করতে দেয় কেন্দ্র ? কাজ করতে দেয় না। কথায় কথায় বুলডোস করে আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দেয়। কথায় কথায় বুলডোস করে আমাদের টাকা আটকে দেয়।"