পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata comments in Airport: "এখন মানবাধিকার কমিশন কোথায়", ত্রিপুরা কাণ্ডে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

এদিন মুখ্যমন্ত্রী জানান, তাঁর সঙ্গে সায়নী ঘোষের কথা হয়েছে ৷ ধারালো অস্ত্র নিয়ে থানার মধ্যে তাঁদের উপর হামলা হয়েছিল ৷

Mamata Banerjee on Human Rights Commission
"এখন মানবাধিকার কমিশন কোথায়", ত্রিপুরা কাণ্ডে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

By

Published : Nov 22, 2021, 3:31 PM IST

Updated : Nov 22, 2021, 8:45 PM IST

কলকাতা, 22 নভেম্বর:ত্রিপুরায় দলীয় নেতা-কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমান বন্দরে তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে ৷ ত্রিপুরার অবস্থা অগ্নিগর্ভ ৷ বিজেপি শাসিত রাজ্যে ভোট হয় না, ভোটের নামে ঘোঁট হয় ৷ ভয় পেয়েছে বলেই ওরা এরকম করছে ৷ এখানে জেপি নাড্ডার কনভয়ে কোন এক গুন্ডা কী করেছিল তা নিয়ে মানবাধিকার কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রক কত কী করেছিল ৷ এখন তারা কোথায় ? এখন মানবাধিকার কমিশন কোথায়" ? বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী ৷

বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে ফের একবার প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানান, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন ৷ মমতার কথায়, "প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএসএফ নিয়ে কথা বলব ৷ বিশেষ করে এই ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি ৷ গায়ের জোরে এলাকা দখল করতে দেব না ৷ বিএসএফ, অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিও আমাদের বন্ধু ৷ কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিজেদের দলের কাজে লাগাতে চাইছে বিজেপি ৷ বিএসএফ মানে কি বিজেপি সেফ ? "

আরও পড়ুন : Amit Shah Meeting With TMC MPs: তৃণমূল সাংসদদের সাক্ষাতের সময় দিলেন শাহ

ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেফতার ও তৃণমূল নেতা-কর্মীদের উপর আক্রমণের ঘটনা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন,"সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না ত্রিপুরা সরকার ৷ সেখানকার মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছেন ৷ এটা আদালতের অবমাননা ৷" এদিন মুখ্যমন্ত্রী জানান, তাঁর সঙ্গে সায়নী ঘোষের কথা হয়েছে ৷ ধারালো অস্ত্র নিয়ে থানার মধ্যে তাঁদের উপর হামলা হয়েছিল ৷ ত্রিপুরার ঘটনার প্রেক্ষিতে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের সামনে দলীয় সাংসদদের ধরনা প্রসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "ওরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনেই ধরনায় বসতে চেয়েছিলেন, আমিই বলি ওখানে ধরনায় না বসতে ৷ "

Last Updated : Nov 22, 2021, 8:45 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details